৩ রানে ৭ উইকেট নিয়ে ডাচ বোলারের বিশ্বরেকর্ড

বল হাতে অনন্য এক কীর্তি গড়লেন নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের সদস্য ফ্রেডেরিক ওভারডাইক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড এখন এই ডানহাতি পেসারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2021, 10:17 AM
Updated : 27 August 2021, 10:34 AM

ইউরোপ অঞ্চলের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের বিপক্ষে বৃহস্পতিবার এই কীর্তি গড়েন ওভারডাইক। ৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। তার বোলিংয়ে ফরাসিদের ৩৩ রানে গুটিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ডাচরা।

পুরুষ-নারী সব মিলিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট পেলেন ওভারডাইক। ২০ বছর বয়সী এই পেসার ছয়জনকে করেছেন বোল্ড, অন্যজন এলবিডব্লিউ।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আগের সেরা ছিল নেপালের অঞ্জলি চাঁদের। ২০১৯ সালে পোখারায় এসএ গেমসে মালদ্বীপ নারী দলের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে কোনো রান না দিয়েই ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই অফস্পিনার।

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড দিপক চাহারের। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে নাগপুরে ৭ রানে ৬ উইকেট নেন ভারতের এই পেসার।

তবে ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে সাত উইকেটের নজির আছে একটি। ২০১৯ সালের ৭ অগাস্ট বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন ল্যাঙ্কাশায়ার ফক্সেসের অফ স্পিনার কলিন অ্যাকারম্যান।