বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-ভারত টেস্টের শেষ দিন

জো রুটের সেঞ্চুরি ও জাসপ্রিত বুমরাহর পাঁচ উইকেটে দারুণ জমে উঠেছিল ম্যাচ। শেষ দিনের রোমাঞ্চের জন্য ছিল অধীর অপেক্ষা। কিন্তু দিন জুড়েই রাজত্ব করল বৃষ্টি। ভাসিয়ে নিল প্রথম টেস্টের শেষ দিনের খেলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2021, 03:37 PM
Updated : 8 August 2021, 03:37 PM

ট্রেন্ট ব্রিজে রোববার সকাল থেকেই হয়েছে থেমে থেমে বৃষ্টি। তাই শেষ দিনে মাঠে গড়াল না একটি বলও। ড্র হলো সিরিজের প্রথম টেস্ট।

দীর্ঘ সময় অপেক্ষার পর স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

২০৯ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিন ভারতের প্রয়োজন ছিল ১৫৭ রান। হাতে ছিল ৯ উইকেট। রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা দুই জনই ১২ রান করে ছিলেন অপরাজিত।

ইংল্যান্ডের মাটিতে দুইশর বেশি রান তাড়া করে টেস্ট জেতার দারুণ সুযোগ ছিল ভারতের সামনে। সফরকারীদের এর আগে থামিয়ে দেওয়ার সামর্থ্য ছিল ইংলিশদেরও। কিন্তু বৃষ্টি পণ্ড করে দিল সব আয়োজন।

আগামী বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৩

ভারত ১ম ইনিংস: ২৭৮

ইংল্যান্ড ২য় ইনিংস: ৩০৩

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ২০৯) (আগের দিন ৫২/১) (রোহিত ১২*, পুজারা ১২*; অ্যান্ডারসন ৫-১-১২-০, ব্রড ৫-১-১৮-১, রবিনসন ৪-০-২১-০)।

ফল: ম্যাচ ড্র।