ইংল্যান্ড সফরে ভারত দলে আবারও চোটের আঘাত

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভারত দলে আবারও চোট আঘাত হেনেছে। ডারহামে চলা প্রস্তুতি ম্যাচে আঙ্গুলে আঘাত পেয়েছেন ফাস্ট বোলার আভেশ খান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 11:58 AM
Updated : 22 July 2021, 11:58 AM

গত মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান আভেশ। স্ক্যান করার পর তার চোটের বিষয়টি বুধবার জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

“ফাস্ট বোলার আভেশ খান বিসিসিআইয়ের মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন।” প্রস্তুতি ম্যাচের বাকি অংশে ২৪ বছর বয়সী ক্রিকেটার খেলতে পারবেন না বলেও বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আভেশের ইংল্যান্ড সফর শেষ এবং তিনি দেশে ফিরে যাবেন। সফরে রিজার্ভ হিসেবে আসা চার ক্রিকেটারের একজন ছিলেন তিনি।

পিঠে একটু সমস্যা বোধ করায় ম্যাচটি খেলছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি; তবে ফিরেছেন নেট ব্যাটিংয়ে।

সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেও খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে। তবে আগামী ৪ অগাস্ট শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাকে পাওয়ার আশা করছে ভারত।

তাদের অনুপস্থিতিতে কাউন্টি সিলেক্ট একাদশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।