মাহমুদউল্লাহর অবসর নিয়ে ‘অবগত’ নন মুমিনুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2021 09:59 PM BdST Updated: 11 Jul 2021 09:59 PM BdST
দিনের শুরুতে মাঠে প্রবেশের সময় দলের সবাই মিলে ‘গার্ড অব অনার’ দেওয়া হলো মাহমুদউল্লাহকে। ধারাভাষ্যকাররা জানালেন তার অবসরের কথা। কিন্তু ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল হক বলছেন, এটা নিয়ে তিনি নিশ্চিত করে কিছু জানেন না। মাহমুদউল্লাহ নিজেও কিছু বলেননি এখনও।
জিম্বাবুয়ের বিপক্ষে এই হারারে টেস্ট দিয়েই প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফেরেন মাহমুদউল্লাহ। দলের বিপদের সময় ব্যাটিংয়ে নেমে ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরাও তিনি। ম্যাচটি রোববার ২২০ রানে জিতে নেয় বাংলাদেশ।
ম্যাচের তৃতীয় দিন থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, এই ম্যাচ দিয়েই টেস্ট থেকে অবসরে যাবেন বলে সতীর্থদের জানিয়েছেন মাহমুদউল্লাহ। শেষ দিন খেলা শুরুর আগে দল তাকে ‘গার্ড অব অনার’ দেওয়ায় অনেকটা নিশ্চিতও হয়ে যায় তা।
কিন্তু ম্যাচ সেরা পুরস্কার নেওয়ার পর টিভি ধারাভাষ্যকার মাহমুদউল্লাহকে কিছুই জিজ্ঞেস করলেন না অবসর নিয়ে। মাহমুদউল্লাহ নিজে থেকেও বলেননি কিছু।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক মুমিনুল আরও ধোঁয়াশার জন্ম দিলেন মাহমুদউল্লাহর অবসর নিয়ে।
“এটা (অবসর) উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এই সম্পর্কে আমার কিছু বলাটা কঠিন। সেরকমভাবে আমি অবগত না। যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে।”
‘অবগত’ না থাকলে দিনের শুরুতে তাকে দল থেকে সম্মান কেন জানানো হলো, এই প্রশ্নেও মুমিনুলের উত্তরে মিশে থাকল অস্পষ্টতা।
“আমার কাছে মনে হয়…আমরা…দলের জন্য…ওইভাবে নয়, চেষ্টা করেছি ম্যাচটা যদি ওইভাবে শেষ হয়, উনার যদি ওইভাবে শেষ হয়, আমরা চেষ্টা করেছি উনার জন্য ডেডিকেট করে…যেহেতু শুনলাম, উনার অভিষেক টেস্টও জিতেছিলেন, শেষ ম্যাচটাও জিতলেন, যদি ওইভাবে হয়, আমি জানি না…আমার কাছে মনে হয়, ওইভাবেই টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করেছি।”
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া