ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার মূল দলের খেলা নিয়ে শঙ্কা

শ্রীলঙ্কা দলের আরেকজন সদস্যের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের উপস্থিতি। গ্রান্ট ফ্লাওয়ারের পর দলের অ্যানালিস্ট জিটি নিরোশানও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2021, 12:12 PM
Updated : 9 July 2021, 12:12 PM

এতে ভারতের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামানোর কথা ভাবতে হচ্ছে শ্রীলঙ্কাকে।

লঙ্কান দলের চিকিৎসকদের জন্য উদ্বেগের ব্যাপার হলো, ফ্লাওয়ার ও নিরোশান দুই জনেরই শরীরে ডেল্টা ধরনের উপস্থিতি ধরা পড়েছে। এই ধরনটি খুবই সংক্রামক এবং বিপজ্জনক।

সব ঠিক থাকলে আইসোলেশন থেকে বের হয়ে শুক্রবার জৈব সুরক্ষা বলয়ে ঢোকার কথা ছিল লঙ্কান ক্রিকেটারদের। তবে এখন তাদের আরও দুই দিন আইসোলেশনে থাকতে হবে এবং আরটি-পিসিআর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই পরীক্ষার ফলের ওপরই নির্ভর করবে বর্তমান দলটি ভারতের বিপক্ষে খেলতে পারবে কি না।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, শ্রীলঙ্কা চিকিৎসক দলের একজন সদস্য বলেছেন, মূল দল ভারতের বিপক্ষে খেলতে পারবে কি না তা নিয়ে বলার সময় এখনও আসেনি। তাদের বিশ্বাস, দলের দুই সাপোর্ট স্টাফ ইংল্যান্ড সফরের সময় আক্রান্ত হয়েছিলেন।