ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রথম স্বাধীন চেয়ারম্যান নাইডু

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সূচনা হচ্ছে নতুন অধ্যায়ের। দেশটির ক্রিকেট বোর্ডের প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন লসন নাইডু। প্রধান স্বাধীন পরিচালকের দায়িত্ব পালন করবেন স্টিভেন বাডলেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 04:30 PM
Updated : 23 June 2021, 04:30 PM

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) মঙ্গলবার রাতে এই ঘোষণা দিয়েছে। প্রাদেশিক প্রশাসকরা এতদিন বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, যারা একই সঙ্গে সদস্য কাউন্সিলেও থাকতেন। এবার এই জায়গায় পরিবর্তন এসেছে। স্বাধীন একজনকে পেয়েছে তারা।

গত ১২ জুন সংখ্যাগরিষ্ঠ স্বাধীন বোর্ড স্থাপন করা হলে ওই যুগের সমাপ্তি ঘটে। এই প্রক্রিয়ার বিরোধিতা হয়েছে অনেক। তবে দক্ষিণ আফ্রিকা সরকারের চাপের মুখে শেষ পর্যন্ত তা টিকে গেছে।

দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পেয়ে বেশ উৎফুল্ল নাইডু।

“আমাকে চেয়ারম্যান নির্বাচিত করার ক্ষেত্রে যে আস্থা দেখিয়েছেন আমার সহকর্মী বোর্ড সদস্যরা, এর জন্য তাদের ধন্যবাদ জানাই। মাঠে ও মাঠের বাইরে সিএসএকে বিশ্বমানের ক্রীড়া সংস্থা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলি সম্পর্কে আমরা সবাই ভালোভাবে অবগত।”