৫ পেসার নিয়ে ফাইনালের ভারত দল

নিউ জিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভারত দলে জায়গা হয়নি শার্দুল ঠাকুরের। তাকে ছাড়াই ১৫ জনের দলে বিশেষজ্ঞ পেসার আছেন পাঁচ জন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 03:51 PM
Updated : 15 June 2021, 03:51 PM

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের জন্য আগেই ২০ জনের দল দিয়েছিল ভারত। মঙ্গলবার ঘোষিত ফাইনালের দলে আরও জায়গা পাননি মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, আকসার প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

দলে নিয়মিত ওপেনার কেবল রোহিত শর্মা ও শুবমান গিল। এই দুজনের ইনিংস শুরু করা তাই অনেকটাই নিশ্চিত।

রিশাভ পান্ত ও ঋদ্ধিমান সাহা, উইকেটকিপার হিসেবে দলে আছেন দুজনই। ঋদ্ধিমান সবশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে। ওই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকে ভারতের প্রথম পছন্দের কিপার হিসেবে খেলছেন রিশাভ।

দলের পাঁচ পেসার হলেন-জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ। স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা। সবশেষ দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজের তিন ম্যাচে ২৭ উইকেট নিয়েও জায়গা পাননি আকসার। 

অস্ট্রেলিয়া থেকে বয়ে আনা চোটের জন্য ওই সিরিজে খেলা হয়নি জাদেজার। তার জায়গায় সুযোগ পেয়েছিলেন আকসার।

আগামী শুক্রবার সাউথ্যাম্পটনে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রিশাভ পান্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার) রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।