বিশ্বকাপের সব ম্যাচে বোলিং করতে চান পান্ডিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2021 04:44 PM BdST Updated: 12 Jun 2021 04:44 PM BdST
-
নিয়মিত বোলিং করতে মরিয়া হার্দিক পান্ডিয়া।
পিঠের অস্ত্রোপচারের পর কেটে গেছে অনেকটা সময়। সেরে উঠে ক্রিকেটেও ফিরেছেন হার্দিক পান্ডিয়া। টুকটাক বোলিং করলেও বেশিরভাগ ম্যাচেই খেলছেন কেবল ব্যাটসম্যান হিসেবে। ফিরতে চান পুরনো ভূমিকায়। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচে বোলিং করতে চান ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার।
২০১৮ সাল থেকেই পিঠের চোটের সঙ্গে লড়াই করছিলেন পান্ডিয়া। শেষ পর্যন্ত ২০১৯ সালের অক্টোবরে করান অস্ত্রোপচার। লম্বা সময় বাইরে থাকার পর জাতীয় দলে ফেরেন গত নভেম্বরে।
অস্ত্রোপচারের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৪ ম্যাচ খেলেছেন পান্ডিয়া। এর মধ্যে বোলিং করেছেন সাত ম্যাচে। গত মার্চে খেলা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ করেছেন ৯ ওভার।
পান্ডিয়া জানেন, নিয়মিত বোলিংয়ে ফিরতে আগে ফিটনেস প্রমাণ করতে হবে তাকে। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন বলে টাইমস অব ইন্ডিয়ার একটি পডকাস্টে বললেন তিনি।
“আমার দিক থেকে, এটা নিশ্চিত করতে চাই যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচে আমি বোলিং করতে পারব। আমি কেবল চেষ্টা করছি স্মার্ট হতে এবং নিশ্চিত করতে চাইছি, যেন আমার বোলিং বাদ না পড়ে যায়। আমার সম্পূর্ণ মনোযোগ বিশ্বকাপে।”
“হ্যাঁ, বোলিংয়ের ক্ষেত্রে যে বিষয়টি জরুরি তা হলো, আমি কতটা ফিট। এমনকি অস্ত্রোপচারের পরও আমি গতি কমাইনি। আমার বোলিং ফিটনেসের সঙ্গে সম্পৃক্ত। আমি যত ফিট, তত ভালো বোলিং করতে পারি। যখনই খেলি, পঞ্চাশ শতাংশ দিয়ে খেলতে চাই না। যখন খেলব, শতভাগ দিয়ে খেলব।”
শ্রীলঙ্কা সফরের ভারত দলে আছেন পান্ডিয়া। আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের অন্যতম সদস্য হিসেবে থাকবেন তিনি।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)