প্রাইম ব্যাংকের জয়ে উজ্জ্বল রনি

অন্য সব ব্যাটসম্যান যেখানে দ্রুত রান তুলতে ভুগলেন, সেখানে রনি তালুকদার শট খেললেন অনায়াসে। তার ব্যাটে ভালো শুরু পাওয়া প্রাইম ব্যাংক অনায়াসে হারিয়ে দিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 11:47 AM
Updated : 8 June 2021, 11:47 AM

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মঙ্গলবার ৭ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক। ৫ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়, শেখ জামালের তৃতীয় হার।  

বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৩ রান করে শেখ জামাল। সাবধানী ব্যাটিংয়ে ৩ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রাইম ব্যাংক।  

৩৪ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪৮ রান করেন রনি। ১৪১ এর বেশি স্ট্রাইক রেটে রান তোলা এই ওপেনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দুই দল মিলিয়ে আর কারও স্ট্রাইক রেট ১২০ এর বেশি নয়। 

সৈকত আলীর ব্যাটে শুরুটা ভালোই করে শেখ জামাল। ৮ ওভারে দলটি তোলে ১ উইকেটে ৫৪ রান। কিন্তু এই ভিত কাজে লাগাতে পারেনি তারা।

দশম ওভারে চার বলের মধ্যে সৈকত ও নুরুল হাসানকে ফিরিয়ে দেন রুবেল হোসেন। পরের ওভারের প্রথম বলে ইলিয়াস সানিকে এলবিডব্লিউ করেন নাঈম হাসান। ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া শেখ জামালকে প্রায় একাই টানেন সোহরাওয়ার্দী শুভ।

বাঁহাতি এই অলরাউন্ডার রান আউট হওয়ার আগে দুই চারে ৩০ বলে করেন ৩৪। কেবল ওপেনার সৈকত ও তিনি পারেন ২০ ছাড়াতে।    

রুবেল ২৮ রানে নেন ২ উইকেট। মুস্তাফিজুর রহমান ২ উইকেট নেন ৩১ রানে। ৪ ওভারে কেবল ১৯ রান দিয়ে একটি উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

রান তাড়ায় প্রথম ওভারেই নাসির হোসেনকে ছক্কায় ওড়ান তামিম ইকবাল। পরে নিজেকে গুটিয়ে নেন বাঁহাতি এই ওপেনার। চতুর্থ ওভারে অফ স্পিনার মোহাম্মদ এনামুলকে পরপর দুই চার মেরে ডানা মেলেন রনি। পরের ওভারে তিনি নাসিরকে ওড়ান টানা দুই ছক্কায়।

রনির ঝড়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান তোলে প্রাইম ব্যাংক। পরে আর এই গতি ধরে রাখতে পারেনি দলটি। নবম ওভারে সালাউদ্দিন সাকিলের বলে তামিম কট বিহাইন্ড হলে ভাঙে ৬৯ রানের উদ্বোধনী জুটি। সালাউদ্দিনের পরের ওভারে ৪৮ রানে থামেন রনি।

দ্রুত রান তোলার আভাস দিয়েছিলেন এনামুল হক। কিন্তু প্রাইম ব্যাংক অধিনায়কও ধরে রাখতে পারেননি রানের গতি। তিন ছক্কার পরও ৩৫ রান তুলতে খেলেন ৩৩ বল।

অধিনায়ক ফেরার পর আরাফাত সানি জুনিয়রকে নিয়ে বাকিটা সারেন মোহাম্মদ মিঠুন। আগের ম্যাচের নায়ক ১৯ বলে এক চারে অপরাজিত থাকেন ২১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ২০ ওভারে ১৩৩/৯ (সৈকত ২৮, আশরাফুল ১৬, নাসির ১১, সানি ৬, সোহান ০, তানবীর ১৪, সোহরাওয়ার্দী ৩৪, জিয়া ১, মোহাম্মদ এনামুল ১১, ইবাদত ১*, সালাউদ্দিন ০*; নাহিদুল ৩-০-২২-১, রুবেল ৪-০-২৮-২, শরিফুল ৪-০-১৯-১, অলক ২-০-১০-১, মুস্তাফিজুর ৪-০-৩১-২, নাঈম ৩-০-২০-১)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১৯.৩ ওভারে ১৩৪/৩ (রনি ৪৮, তামিম ২৩, এনামুল হক ৩৫, মিঠুন ২১*, সানি জুনিয়র ২*; নাসির ৩-০-২৯-০, মোহাম্মদ এনামুল ২-০-১৬-০, ইবাদত ৩.৩-০-২৫-০, জিয়া ১-০-৪-০, তানবীর ৩-০-১৪-১, সালাউদ্দিন ২-০-১২-২, সানি ৩-০-২৭-০, সোহারাওয়ার্দী ২-০-৬-০)

ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রনি তালুকদার