নাবিলের ১ রানে ৩ উইকেট, রূপগঞ্জের প্রথম জয়

হারের চক্রে থাকা দলকে পথ দেখালেন নাবিল সামাদ। অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার দারুণ দুটি ওভারে বেঁধে দিলেন সুর। সঙ্গত করলেন বাকিরা। তাতে ছোট পুঁজি নিয়েও শাইনপুকুরকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল লেজেন্ডস অব রূপগঞ্জ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 07:49 AM
Updated : 8 June 2021, 07:49 AM

ঢাকা টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে মঙ্গলবার বৃষ্টিতে ১২ ওভারে নেমে আসা ম্যাচে ১৪ রানে জিতেছে রূপগঞ্জ।

টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৮১ রান করে রূপগঞ্জ। নাবিল, মুক্তার আলি, সানজামুল ইসলামদের দারুণ বোলিংয়ে ৬৭ রানে থামে শাইনপুকুর।

২ ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট নেন নাবিল। শুরুতেই শাইনপুকুরকে নাড়িয়ে দেওয়া এই স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

রানের জন্য রূপগঞ্জের ব্যাটসম্যানের ভোগান্তি শেষ হয়নি এই ম্যাচেও। দুই অঙ্কে যেতে পারেননি দুই ওপেনার আজমির আহমেদ ও মেহেদি মারুফ। শূন্য রানে বিদায় নেন জাকের আলি। ৯ রানে নেই তিন উইকেট।

দলকে টানতে পারেননি সাব্বির রহমান। মিডল অর্ডারে রান না পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান তিনে নেমেও ভালো করেননি। এক ছক্কায় ২০ বলে ফিরেন ১৬ রান করে।

১৭ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করেন সানজামুল। ১৩ বলে ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নাঈম ইসলাম।

নাবিল-সানজামুলদের শুরুর চমৎকার বোলিংয়ে ৮২ রানই শাইনপুকুরের জন্য হয়ে যায় অনেক দূরের পথ। শুরুর ৪ ওভারে ৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারায় তারুণ্য নির্ভর দলটি।

শূন্য রানে তানজিদ হাসানকে ফিরিয়ে দেন নাবিল। পরের ওভারে চার বলের মধ্যে বিদায় করেন রবিউল ইসলাম ও তৌহিদ হৃদয়কে। কট বিহাইন্ড হন রবি, বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হন হৃদয়।

চতুর্থ ওভারে সাব্বির হোসেনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার সানজামুল। শুরুর এই ধাক্কা সামাল দিয়ে সেভাবে জয়ের সম্ভাবনা কখনও জাগানে পারেনি শাইনপুকুর।

সুমন খান ও রবিউল হককে নিয়ে ব্যবধান কমান মাহিদুল ইসলাম অঙ্কন। এই কিপার ব্যাটসম্যান দুই ছক্কা ও এক চারে ২৩ বলে করেন ৩০।

সংক্ষিপ্ত স্কোর:

লেজেন্ডস অব রূপগঞ্জ: ১২ ওভারে ৮১/৬ (আজমির ৫, মারুফ ১, সাব্বির ১৬, জাকের ০, সানজামুল ২৪, সোহাগ ১৩, নাঈম ১৮*, মুক্তার ০*; মোহর ২-০-১৮-০, সুমন ৩-০-২০-৩, তানভির ৩-০-১৩-১, রবিউল ২-০-৯-২, মুরাদ ১-০-৭-০, ইফতেখার ১-০-১২-০)

শাইনপুকুর: ১২ ওভারে ৬৭/৬ (সাব্বির ৪, তানজিদ ০, রবি ১, হৃদয় ০, মাহিদুল ৩০, সুমন ১২, রবিউল ১৫*, মোহর ১*; নাবিল ২-১-১-৩, সানজামুল ২-০-১০-১, শহীদ ৩-০-২২-০, মুক্তার ৩-০-১৪-২, অনিক ২-০-১৯-০)

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ১৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাবিল সামাদ