তামিমকে আউট না দেওয়ায় অসন্তোষ, জেমিসনকে জরিমানা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2021 06:47 PM BdST Updated: 24 Mar 2021 06:47 PM BdST
-
কাইল জেমিসনের এই প্রতিক্রিয়া পছন্দ হয়নি আম্পায়ারদের। ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট।
-
এই অংশটুকু দেখে তৃতীয় আম্পায়ার রায় দেন, বল নিয়ন্ত্রণে ছিল না জেমিসনের। ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট।
তামিম ইকবালকে আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি জানিয়ে শাস্তি পেলেন কাইল জেমিসন। নিউ জিল্যান্ডের এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
বাংলাদেশ-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের পঞ্চদশ ওভারের ঘটনা সেটি। জেমিসনের বলে ড্রাইভ করেন তামিম, ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার বোলার ফিরতি ক্যাচ নেন নিচু হয়ে। বোলারসহ কিউই ফিল্ডাররা মেতে ওঠেন উল্লাসে। কিন্তু ক্যাচ নিয়ে সংশয় জাগে মাঠের আম্পায়ারদের, সিদ্ধান্ত পাঠানো হয় তৃতীয় আম্পায়ারের কাছে।
টিভি আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখে রায় দেন, ক্যাচ নেওয়ার পর একদম শেষ মুহূর্তে বল পুরো নিয়ন্ত্রণে ছিল না জেমিসনের। এক হাতে বল জমা থাকলেও তা ছিল অনেকটা ফসকে যাওয়ার মতো। বল স্পষ্টতই স্পর্শ করে মাটিতে।
মাঠের বড় পর্দায় ‘নট আউট’ সিদ্ধান্ত ভেসে উঠতে দেখে দুই হাত উঁচিয়ে হতাশার ভঙ্গি করেন জেমিসন। তার সেই আচরণ পছন্দ হয়নি মাঠের আম্পায়ারদের। তারা অভিযোগ করেন ম্যাচ শেষে। ব্যবস্থা নেন ম্যাচ রেফারি নিউ জিল্যান্ডেরই জেফ ক্রো।

এই অংশটুকু দেখে তৃতীয় আম্পায়ার রায় দেন, বল নিয়ন্ত্রণে ছিল না জেমিসনের। ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট।
এবারের একটিসহ জেমিসনের ডিমেরিট পয়েন্ট হলো এখন দুই। ২৪ মাস সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুটি সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন।
ওই সিদ্ধান্তের সময় ৩৪ রানে থাকা তামিম শেষ পর্যন্ত খেলেন ৭৮ রানের ইনিংস। তবে নিউ জিল্যান্ড ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে। সিরিজের তৃতীয় ওয়ানডে শুক্রবার বাংলাদেশ সময় ভোররাত ৪টায়, ওয়েলিংটনে।
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার