মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল

পরবর্তী চক্রে মেয়েদের নতুন একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে আইসিসি। পাশাপাশি মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2021, 10:36 AM
Updated : 8 March 2021, 11:07 AM

আন্তর্জাতিক নারী দিবসে সোমবার এই ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত চলবে পরবর্তী চক্র। এই চক্রে ওয়ানডে বিশ্বকাপ আছে দুটি, টি-টোয়েন্টি বিশ্বকাপ চারটি।

নতুন টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে উইমেন্স টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ, যা অনেকটা ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো।

২০২৯ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ হবে ১০ দলের, ম্যাচ হবে মোট ৪৮টি (২০২৫ পর্যন্ত ৮ দল, ম্যাচ ৩১টি)। ২০২৬ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল, ম্যাচ হবে ৩৩টি (২০২৪ পর্যন্ত ১০ দল, ম্যাচ ২৩টি)।

আর টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ হবে ২০২৭ ও ২০৩১ সালে। ৬ এই দলের টুর্নামেন্টে ম্যাচ হবে ১৬টি।

২০০০ সাল থেকে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দলের সংখ্যা ৮টি নির্ধারণ করা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ৮টি থেকে বাড়িয়ে ১০টি করা হয় ২০১৪ সালে।