কোনো টেস্ট না খেলেই দেশে ফিরলেন ওকস

প্রথম তিন টেস্টে ছিলেন একাদশের বাইরে। পরেরটিতেও খেলা হবে না ক্রিস ওকসের। ভারত সফরে কোনো টেস্ট না খেলেই দেশে ফিরলেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2021, 10:54 AM
Updated : 27 Feb 2021, 10:54 AM

একাধিক সংস্করণে খেলা ক্রিকেটারদের এক পর্যায়ে জৈব-সুরক্ষা বলয় থেকে ছুটি দেওয়ার পরিকল্পনা নিয়েই উপমহাদেশ সফরে আসে ইংল্যান্ড। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এর অংশ হিসেবে ছুটি পেয়ে দেশে ফিরেছেন ওকস।

আহমেদাবাদে তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা ছিল ওকসের। কিন্তু চার পেসার নিয়ে গড়া একাদশে দুই অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের ওপর আস্থা রাখে ইংল্যান্ড।

আহমেদাবাদের স্পিন স্বর্গে দিবা-রাত্রির সেই টেস্টে মাত্র দুই দিনে ১০ উইকেটে হারে ইংলিশরা। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

একই ভেন্যুতে আগামী ৪ মার্চ শুরু হবে শেষ টেস্ট। এর আগে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরে দলে থেকেও কোনো টেস্ট খেলা হয়নি ৩১ বছর বয়সী ওকসের।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন দেশের হয়ে ৩৮ টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার।

আগামী ২৩ মার্চ পুনেতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।