পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2021 06:55 PM BdST Updated: 15 Jan 2021 06:56 PM BdST
-
দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার হাসান আলি (বামে)। ফাইল ছবি
নিউ জিল্যান্ড সফরে ব্যর্থতার পর নতুন শুরুর দিকে পাকিস্তান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ৯ জন নতুন ক্রিকেটারকে ডেকেছে দেশটি। সবশেষ নিউ জিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন।
দুই ম্যাচের এই সিরিজের জন্য শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। এর মধ্য থেকে প্রথম টেস্টের আগে ঘোষণা করা হবে ১৬ জনের দল। আগামী ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। আগামী মঙ্গলবার জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে দল।
অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটাররা হলেন-ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমরান বাট, মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম, সালমান আলি আগা ও সউদ শাকিল, স্পিনার নুমান আলি ও সাজিদ খান এবং ফাস্ট বোলার হারিস রউফ ও তাবিস খান। ২০২০-২১ ঘরোয়া মৌসুমে ভালো করার পুরস্কার পেলেন তারা।
ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরে দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন হাসান আলি। কায়েদ-ই-আজম ট্রফিতে ৪৩ উইকেট ও ২৭৩ রানের সৌজন্য জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
ওই টুর্নামেন্টে ২২ উইকেট ও ৭৪৪ রান করা বাঁহাতি স্পিনার মোহাম্মাদ নেওয়াজও ফিরেছেন দলে। সবশেষ তিনি টেস্ট খেলেন ২০১৬ সালে শারজাহতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সবশেষ ক্রাইস্টচার্চ টেস্টের দল থেকে বাদ পড়েছেন হারিস সোহেল, মোহাম্মাদ আব্বাস, শান মাসুদ ও জাফর গহর। এছাড়া হ্যামস্ট্রিং চোটের কারণে নেই নাসিম শাহ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টেস্ট দল: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, কামরান গুলাম, সালমান আলি আগা, সউদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মাদ নেওয়াজ, মোহাম্মাদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটকিপার), সরফরাজ আহমেদ (উইকেটকিপার), নুমান আলি, সাজিদ খান, ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, তাবিস খান।
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল