আইপিএলে ১০ দলের অনুমতি

আইপিএলে নতুন দল যোগ করার আলোচনা চলছিল বেশ কিছু দিন। অবশেষে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পঞ্চদশ আসর থেকে মাঠে দেখা যাবে ১০ দলের লড়াই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2020, 12:35 PM
Updated : 24 Dec 2020, 12:35 PM

আহমেদাবাদে হওয়া বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বৃহস্পতিবার নতুন দুই দল যুক্ত করার অনুমোদন দেওয়া হয়। ২০২২ সালের আসর থেকে লড়বে ১০ দল।

২০০৮ সাল থেকে আট দলের অংশগ্রহণে শুরু হয় আইপিএল। ২০১১ আসরে হয় ১০ দিল নিয়ে। পরের দুই বছরে অংশ নেয় ৯টি করে দল। বাকি আসরগুলোয় খেলেছে আট দল করে।

এখন পর্যন্ত আইপিএলের সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের শিরোপাজয়ী তারা। তিনবার জিতেছে চেন্নাই সুপার কিংস ও দুইবার কলকাতা নাইট রাইডার্স। একবার করে শিরোপা ঘরে তুলেছে রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ।

২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট যোগ করতে চায় আইসিসি। বরাবরই বৈশ্বিক এই ক্রীড়াযজ্ঞে ক্রিকেট খেলতে অনীহা প্রকাশ করে আসছে ভারত। বিসিসিআইয়ের এই মিটিংয়ে আলোচনা হয়েছে এই বিষয় নিয়েও। তবে সিদ্ধান্ত জানায়নি ভারতের বোর্ড।