‘সাধ্য দিয়ে চেষ্টায়’ আরিফুলের ৪ ছক্কা
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020 12:17 AM BdST Updated: 25 Nov 2020 01:58 AM BdST
আরিফুল হকের কথায় বোঝার উপায় নেই মাঠে কি অসাধারণ এক ইনিংস খেলে এসেছেন। নিজের পারফরম্যান্সকে বড় করে দেখতে নারাজ এই অলরাউন্ডার। শেষ ওভারে চার ছক্কা তার কাছে স্রেফ সাধ্যমত চেষ্টার ফল।
Related Stories
দলের যখন বড় শট খুব প্রয়োজন, তখনও নিজেকে গুটিয়ে রেখেছিলেন আরিফুল। অবশেষে সঠিক বোলার পেয়ে চড়াও হন তার উপর। চার ছক্কায় অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ওভারে মেলান ২২ রানের সমীকরণ। ৩৪ বলে তার ৪৮ রানের ইনিংসে ফরচুন বরিশালকে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুভ সূচনা করেছে জেমকন খুলনা।
প্রথম ২১ বলে আরিফুল করেন কেবল ১২ রান, ছিল না কোনো বাউন্ডারি। তাসকিন আহমেদের এক ওভারে দুটি চার মারার পর আবার নিজেকে গুটিয়ে নেন তিনি। ভালো করেই জানতেন, একটি ওভার স্পিনারদের দিয়ে করাতে হবে বরিশালের। যেন সেই ওভারের জন্যই প্রস্তুত ছিলেন আরিফুল।
মিরাজ শেষ ওভারটি করার আগে আরিফুলের রান ছিল ২৯ বলে ২৪। শেষ ওভারে সব দায়িত্ব যেন তুলে নিলেন নিজের কাঁধে। মিরাজকে দুই ছক্কা হাঁকানোর পর সুযোগ ছিল সিঙ্গেল নেওয়ার। ননস্ট্রাইকার শহিদুল ইসলামকে ফিরিয়ে দিয়ে পরের দুই বলে আবার অফ স্পিনারকে ওড়ান ছক্কায়। বরিশালের মুঠো থেকে ছিনিয়ে নেন জয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন, দলকে জেতানোর চেষ্টা থেকেই খেলেছেন এমন ইনিংস।
“দলের যতটুকু দরকার ছিল, আমার সাধ্য দিয়ে সেভাবেই চেষ্টা করেছি। সফল হয়েছি, এই আরকি।”
কাগজে-কলমে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের একটি খুলনা। আরিফুল জানালেন, এই হিসেব ভাবনাতেও রাখছেন না তারা। জানেন, এমনি এমনি আসবে না কোনো জয়। নিজেদের মেলে ধরেই জিততে হবে তাদের।
“কাগজে-কলমে হয়তো আমরা ভালো দল। কিন্তু প্রতিটা ম্যাচ আমাদের খেলেই জিততে হবে। নিজেদের আগেই ভালো দল মেনে নিয়ে ক্রিকেট খেলা হয় না। আজ এমন পরিস্থিতি এসেছে, আবার কিছু দিন এমন হবে যে আমরা ভালোভাবেই জিতে গেছি। ক্রিকেট খেলাটাই এমন, আমাদের এভাবেই খেলতে হবে।”
-
‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’
-
৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
-
তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
-
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়লেন মালিঙ্গা
-
মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
-
রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
-
‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
-
ফেব্রুয়ারির মধ্যেই ক্রিকেটারদের জন্য করোনাভাইরাসের টিকা
সর্বাধিক পঠিত
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি