৬ বছর পর বিগ ব্যাশে স্টার্ক

শেষ খেলেছিলেন ২০১৪-১৫ মৌসুমে। এরপর বিগ ব্যাশে আর খেলেননি মিচেল স্টার্ক। ছয় বছর পর আবারও অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিরতে যাচ্ছেন বাঁহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 12:18 PM
Updated : 9 Nov 2020, 12:18 PM

টুর্নামেন্টের শুরুর চার আসরে সিডনি সিক্সার্সের হয়ে খেলা স্টার্ক এবারও খেলবেন দলটির হয়ে। সোমবার এক বিবৃতিতে স্টার্কের সঙ্গে চুক্তি করার কথা জানায় তারা।

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য স্টার্ককে আসরের প্রথমভাগে পাচ্ছে না সিক্সার্স। লিগ পর্যায়ের শেষ তিন ম্যাচে খেলবেন তিনি। দল পরের ধাপে উঠলে খেলবেন সেখানেও।

সিক্সার্সের হয়ে সব মিলিয়ে ১০ ম্যাচ খেলেছেন স্টার্ক। ৭.৯২ ইকোনমি ও ১১.৩ স্ট্রাইক রেটে নিয়েছেন ২০ উইকেট।

বিগ ব্যাশের অভিষেক আসরের শিরোপাজয়ী দল সিক্সার্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টার্ক। ২০১১-১২ মৌসুমে ছয় ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।

প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন জনি বেয়ারস্টো। আসছে মৌসুমের জন্য ইংলিশ এই কিপার-ব্যাটসম্যানকে দলে নিয়েছে মেলবোর্ন স্টার্স। ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজ শেষে তাকে পাবে দলটি।

সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের দশম আসর।