সেরা ব্যাটসম্যান ইরফান, সেরা বোলার রুবেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2020 11:35 PM BdST Updated: 25 Oct 2020 11:35 PM BdST
টুর্নামেন্ট শুরুর আগে সেরা ব্যাটসম্যানের সম্ভাব্য তালিকা করলে সেখানে ইরফান শুক্কুরের নাম রাখতেন না হয়তো কেউই। নিজেকে নতুন করে চিনিয়ে সেই ইরফানই পেয়েছেন প্রেসিডেন্ট’স কাপের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি। রুবেল হোসেনের জন্য এটি ছিল নিজেকে ফিরে পাওয়ার আসর। দারুণ বোলিংয়ের ধারাবাহিকতায় টুর্নামেন্টের সেরা বোলার মনোনীত হয়েছেন এই পেসার। ট্রফির পাশাপাশি দুজনেরই প্রাপ্তি ১ লাখ টাকা করে।
সেরা ব্যাটসম্যান ইরফান হলেও টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৫ ইনিংসে ২১৯ রান করে অভিজ্ঞ এই ব্যাটসম্যান পেয়েছেন ম্যান অব দা টুর্নামেন্টের স্বীকৃতি। ট্রফির সঙ্গে তিনি পেয়েছেন ২ লাখ টাকা।

রানে একটু পিছিয়ে থাকলেও টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি যোগ্য হিসেবেই পেয়েছেন ইরফান। সাত নম্বরে ব্যাটিংয়ের কঠিন কাজটি তিনি করেছেন। দলের বিপর্যয়ে হাল ধরেছেন ম্যাচের পর ম্যাচ, দলকে উদ্ধার করেছেন, প্রয়োজনে আবার শেষ দিকে ঝড় তোলার কাজটিও করেছেন। তার ব্যাটিংয়ের ইতিবাচক মানসিকতা, শটের পরিধি আগের চেয়ে বাড়ানো ও পরিস্থিতির দাবি মেটানো টেম্পারামেন্ট ছিল চোখে পড়ার মতো।
আসরের সেরা ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি ফাইনালে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফাইনালেরও সেরা ব্যাটসম্যান ইরফান। যোগ হয়েছে আরও ২৫ হাজার টাকা।

টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন নুরুল হাসান সোহান। অনেকের মতেই দেশের সেরা কিপার বলে বিবেচিত সোহানের প্রাপ্তি এজন্য ১ লাখ টাকা। কিপিং দিয়ে ফাইনাল ম্যাচের সেরা ফিল্ডারও তিনি।
৩৮ রানে ৫ উইকেট নিয়ে ফাইনালের ম্যান অব দা ম্যাচ হয়েছেন সুমন খান। এই স্বীকৃতির জন্য তরুণ পেসার পেয়েছেন ১ লাখ টাকা। পাশাপাশি ফাইনালের সেরা বোলার হিসেবে পেয়েছেন আরও ২৫ হাজার টাকা।

পাশাপাশি ‘প্রমিজিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ দেওয়া হয়েছে রিশাদ হোসেনকে। খুব নজরকাড়া কিছু না করলেও তরুণ এই লেগ স্পিনার মোটামুটি ভালো বোলিং করেছেন। সব ম্যাচেই ফিল্ডিং করেছেন দুর্দান্ত। তার ব্যাটিংও বেশ ভালো এমনিতে, তবে এই আসরে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিতেই বিসিবি সভাপতির এই উদ্যোগ।
এছাড়াও বিসিবি সভাপতির বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে পেসার সাইফ উদ্দিন, অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও আফিফ হোসেন, পেসার সুমন খান ও ব্যাটসমান তৌহিদ হৃদয়কে। তাসকিন-রিশাদ ও এই ৫ জন পেয়েছেন ৫০ হাজার টাকা করে।

এছাড়াও প্রতি দলের সব ক্রিকেটার, কোচিং স্টাফদের আলাদা করে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি।
ব্যক্তিগত পুরস্কার জিতলেন যারা:
ম্যান অব দা টুর্নামেন্ট: মুশফিকুর রহিম
ব্যাটসম্যান অব দা টুর্নামেন্ট: ইরফান শুক্কুর
বোলার অব দা টুর্নামেন্ট: রুবেল হোসেন
ফিল্ডার অব দা টুর্নামেন্ট: নুরুল হাসান সোহান
কামব্যাক প্লেয়ার অব দা টুর্নামেন্ট: তাসকিন আহমেদ
প্রমিজিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট: রিশাদ হোসেন
বিসিবি প্রেসিডেন্টের বিশেষ পুরস্কার: মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান, সুমন খান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়
ম্যান অব দা ফাইনাল: সুমন খান
ব্যাটসম্যান অব দা ফাইনাল: ইরফান শুক্কুর
বোলার অব দা ফাইনাল: সুমন খান
ফিল্ডার অব দা ফাইনাল: নুরুল হাসান
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়