বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করার চেষ্টায় রশিদ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2020 09:17 PM BdST Updated: 20 Sep 2020 09:26 PM BdST
-
রশিদ খান। ছবি: সানরাইজার্স হায়দরাবাদের টুইটার
বল হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম রশিদ খান। নিজেকে আরও সমৃদ্ধ করতে নতুন একটি ডেলিভারি নিয়ে কাজ করছেন বলে জানালেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। যা আরও বেশি উইকেট পেতে সহায়তা করবে বলে মনে করছেন তিনি।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় বেশ কাঙ্ক্ষিত নাম রশিদ। আইপিএলে তিন আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়েছেন ৫৫ উইকেট। এবারের আসরেও দলটির হয়ে খেলবেন তিনি। সোমবার নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদমাধ্যমকে রশিদ বললেন নতুন ডেলিভারি নিয়ে কাজ করার কথা। তবে এখনই আইপিএলে এটি ব্যবহার করবেন না তিনি।
"আমার নতুন ডেলিভারি নিয়ে কঠোর পরিশ্রম করছি। তবে দীর্ঘ পরিসরের সংস্করণে না খেললে এই ডেলিভারির উন্নতি করতে পারব না। সংক্ষিপ্ত সংস্করণে এই বল করা কঠিন, তাই নেটে এটি নিখুঁত করার চেষ্টা করছি। আমাকে স্রেফ স্মার্ট এবং আরও ধারাবাহিক হতে হবে। এটি এমন কিছু, যা আমাকে উইকেট পেতে সহায়তা করবে।”
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ এই বোলার জানালেন, পাঁচরকম বৈচিত্র্য আছে তার বোলিংয়ে। যেগুলি তিনি ব্যবহার করেন ব্যাটসম্যানদের পরাস্ত করতে।
“আমার চার-পাঁচটি গ্রিপ রয়েছে। উইকেটের ধরন বুঝে বোলিং করি আমি। এই পাঁচটি গ্রিপ আমাকে আলাদা আলাদা বোলিং করতে সাহায্য করে, কারণ একেক গ্রিপে বল একেকভাবে পিচ করে।”
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার