ইংল্যান্ড দলে ফিরলেন বিস্ফোরক ওপেনার রয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2020 06:34 PM BdST Updated: 09 Sep 2020 06:34 PM BdST
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সুখবর পেল ইংল্যান্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার জেসন রয়।
সাইড স্ট্রেইনের কারণে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারা রয় শুরুতে ১৩ জনের মূল দলে ছিলেন না। বুধবার তাকে অন্তর্ভুক্ত করায় দলের সদস্য বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
চোটে পড়ার আগে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিন ম্যাচে করেছিলেন ২৪, ০, ও ১ রান। তবে ছন্দে থাকলে তিনি গুঁড়িয়ে দিতে পরেন যে কোনো বোলিং আক্রমণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার রেকর্ডও দুর্দান্ত। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১৭ ওয়ানডে খেলে ৮৪৪ রান করেছেন ৪৯.৬৪ গড়ে ও ১১৫.৭৭ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি করেছেন ৩টি, তার মধ্যে আছে ক্যারিয়ার সেরা ১৮০ রানের ইনিংসও।
ওয়ানডের রিজার্ভ স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান করে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা দাভিদ মালান। গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর আর কোনো ওয়ানডে খেলেননি ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।
আগে রিজার্ভ স্কোয়াডে রাখা হলেও এখন ছেড়ে দেওয়া হয়েছে জো ডেনলিকে। তিনি চলে গেছেন কেন্টের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে। রিজার্ভ স্কোয়াডে মালানের সঙ্গী হিসেবে আছেন সাকিব মাহমুদ ও ফিল সল্ট।
আগামী শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে পরের দুই ম্যাচ রোববার ও বুধবার।
ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ: দাভিদ মালান, ফিল সল্ট, সাকিব মাহমুদ
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন