হেলসের জন্য এখনও দরজা খোলা: মর্গ্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অ্যালেক্স হেলসকে আশা দেখালেন ওয়েন মর্গ্যান। ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, জাতীয় দলের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি হেলসের জন্য। আবার দেশের হয়ে খেলতে বিস্ফোরক এই ব্যাটসম্যানের অর্জন করতে হবে হারানো বিশ্বাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 03:54 PM
Updated : 4 May 2020, 03:55 PM

গত বছরের মার্চ থেকে জাতীয় দলের বাইরে হেলস। মাদক পরীক্ষায় ধরা পড়ে জায়গা হারান বিশ্বকাপ দল থেকে। নিষিদ্ধ হন তিন সপ্তাহের জন্য। এরপর কোনো সংস্করণেই ডাক পাননি আর।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ফাইনাল খেলার পেছনে বড় অবদান ছিল হেলসের। ওয়ানডে দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু ব্রিস্টলে মারামারির ঘটনা, পরে মাদক সেবন করে ধরা পড়া, এসব কাণ্ডে দলের সবার আস্থা হারান ডানহাতি এই ব্যাটসম্যান।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোয় দুর্দান্ত পারফরম্যান্স করে অবশ্য হেলস জানান দিয়েছেন, বিশ্বকাপ দলে ফিরতে প্রস্তুত তিনি। কিন্তু তার জাতীয় দলে ফেরার জন্য সবার বিশ্বাস অর্জনের বিকল্প দেখছেন না মর্গ্যান। সেটার জন্য কতদিন লাগবে, জানেন না ইংলিশ অধিনায়ক।

“আমার মনে হয়ে না, বিশ্বাস ফিরে পেতে কোনো সময়সীমা ঠিক করে দেওয়া যায়। এটা কেবল আমার ক্ষেত্রে নয়, দলের প্রতিটি সদস্য, স্টাফ, নির্বাচকদের ক্ষেত্রেও।”

“এখন মে, ১১ মাস আগে অ্যালেক্সের (হেলস) সঙ্গে ঘটনাটা ঘটেছিল। তাই বলব, খুব বেশি দিন আগের ঘটনা নয়। আর যেটা ঘটেছে, তা দলের পরিবেশের জন্য ছিল ক্ষতিকর। অ্যালেক্স ও খেলোয়াড়দের মধ্যে বিশ্বাসে ফাটল ধরিয়েছে। তাই বলতে হয়, সেটা অর্জন করতে কতদিন লাগবে আমরা জানি না। তবে নিশ্চয়ই সেই বিশ্বাস পুনস্থাপন করার জন্য এখনও দরজা খোলা আছে।”