রোহিতের কাছে পন্টিং জাদুকর

খেলোয়াড়ী জীবনে ছিলেন অসাধারণ অধিনায়ক ও দুর্দান্ত ক্রিকেটার। ক্যারিয়ার শেষে কোচিং পেশায়ও নিজের ছাপ রেখেছেন রিকি পন্টিং। কোচ হিসেবে রোহিত শর্মার কাছে তিনি জাদুকর। অধিনায়কত্বের নানা দিক পন্টিংয়ের থেকে শিখেছেন বলে জানিয়েছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 12:47 PM
Updated : 4 April 2020, 12:47 PM

জাতীয় দল, আইপিএল মিলিয়ে বিশ্বের অনেক নামিদামি কোচের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে রোহিতের। কাজ করেছেন গ্যারি কারস্টেন, সঞ্জয় বাঙ্গার, অনিল কুম্বলে, শন পোলক, জন রাইটদের সঙ্গে। এখন ভারতের কোচ রবি শাস্ত্রী ও মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে। তবে সেরা হিসেবে ভারতীয় ওপেনারের পছন্দ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিংকে।

পন্টিংয়ের সাহসী মনোভাব মুগ্ধ করেছে রোহিতকে। ২০১৩ সালের আইপিএলের মাঝপথে নেতৃত্ব ছেড়ে রোহিতের হাতে দায়িত্ব তুলে দেন পন্টিং। ছায়া অধিনায়ক থেকে মুম্বাইকে এনে দেন প্রথম শিরোপা। ২০১৫ সালে তিনি কোচের দায়িত্ব পুরোপুরি নিলে মুম্বাই ঘরে তোলে দ্বিতীয় শিরোপা।

কেভিন পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপচারিতায় রোহিত তুলে ধরলেন পন্টিংয়ের নানা গুণ।

“এক জনকে বেছে নেওয়া খুবই কঠিন, কারণ তারা সবাই কিছু না কিছু নিয়ে আসে। কিন্তু রিকি পন্টিং আমার কাছে ছিলেন জাদুমন্ত্রের মত। তিনি যেভাবে দল পরিচালনা করেছেন, প্রথম ভাগে যখন তিনি অধিনায়ক ছিলেন, পরে দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া, এটা করতে অনেক সাহসের প্রয়োজন।”

“এরপরও তিনি আগের মতই সম্পৃক্ত ছিলেন, সাপোর্ট স্টাফের সদস্য হয়ে তিনি তরুণদের সাহায্য করতেন এবং নেতৃত্বের ব্যাপারে নির্দেশনা দিতেন। আমি তার থেকে অনেক কিছু শিখেছি।”