নেতৃত্বের বিদায়ী ম্যাচের পর নির্ভার মাশরাফি

কাঁধ থেকে নেমে গেছে বিশাল বড় দায়িত্ব। অধিনায়কত্ব অধ্যায়ের শেষ হয়েছে রেকর্ড রাঙা জয় দিয়ে। আছে অধিনায়ক হিসেবে মাইলফলকের কীর্তি। সব মিলে বিদায়ক্ষণটা ‘অসম্ভব ভালো লাগছে মাশরাফি বিন মুর্তজার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2020, 02:14 AM
Updated : 7 March 2020, 02:16 AM

অবস্থা যাই হোক, দলের জয়ই তার কাছে শেষ কথা। ক্যারিয়ারের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর পাশাপশি নিজে দেশের প্রথম অধিনায়ক হিসেবে ছুঁয়েছেন জয়ের ফিফটি। আছে তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তিও। সব মিলে অনেক নির্ভার মাশরাফি।

তবে দেশের সফলতম অধিনায়কের সবচেয়ে বেশি ভালো লাগছে দলকে একটা জায়গায় নিয়ে শেষ করতে পারায়।

“একটা কাজ তো কমে গেল। অনেক বড় দায়িত্ব ছিল। এই সময়ে কারো ভালো লাগে, কারও খারাপ লাগে। আমারও মিশ্র অনুভূতি, দুইটা জিনিসই হচ্ছে। সত্যি বলতে কী, নিজের কাছে ভালো লাগছে। অধিনায়ক হিসেবে একটা ভালো জায়গায় শেষ করতে পেরেছি।”

মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে ব্যাটে-বলে সেরা পারফরম্যান্স দিয়েছে দলের সবাই। অনেকগুলো রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।