ইনিংস ব্যবধানে জয় দেখছে বাংলাদেশ

দেশের বাইরে একের পর এক টেস্টে ইনিংস ব্যবধানে হারছে বাংলাদেশ। মুশফিকুর রহিম সুযোগ দেখছেন এবার উল্টো পাশে থাকার। প্রতিপক্ষকে ইনিংস ব্যবধানে হারানোর। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করছেন, জিম্বাবুয়েকে হারানোর জন্য বাংলাদেশের প্রথম ইনিংসই যথেষ্ট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 02:04 PM
Updated : 24 Feb 2020, 06:03 PM

মুশফিকের ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেওয়া দলটি পায় ২৯৫ রানের লিড।

২ উইকেটে ৯ রানে তৃতীয় দিন শেষ করেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের আবার ব্যাটিং করাতে এখনও ২৮৬ রান চাই তাদের। বাংলাদেশের যে বোলিং সামর্থ্য তাতে আবার ব্যাটিংয়ে নামার কোনো কারণ দেখছেন না মুশফিক।

“আমাদের মানসম্পন্ন একটা বোলিং আক্রমণ আছে। আশা করছি, জেতার জন্য আমাদের এই ইনিংসটাই যথেষ্ট হবে।”

“আমি মনে করি, আমাদের বড় লিড দরকার ছিল। আমরা ২৯৫ রানের লিড নিতে পেরেছি। পাশাপাশি ওদের গুরুত্বপূর্ণ দুটি উইকেটও পেয়েছি। এখন আমরা ভালো অবস্থানে আছি। বাকি উইকেটগুলো আমাদের দ্রুত তুলতে হবে। কাজটা কঠিন হবে, তবে সম্ভব।”

সব মিলিয়ে টানা ছয় টেস্ট হারা বাংলাদেশ উন্মুখ হয়ে আছে একটি জয়ের জন্য। মুশফিক আত্মবিশ্বাসী বাকিটুকু সারবেন বোলাররাই।