জরিমানার মিছিলে এবার ওয়েস্ট ইন্ডিজ

মন্থর ওভাররেটের কারণে জরিমানা ইদানিং হয়ে উঠেছে যেন নিয়মিত ঘটনা। ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর এবার এই শাস্তি পেতে হলো ক্যারিবিয়ান ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 09:40 AM
Updated : 23 Feb 2020, 09:40 AM

কলম্বোতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১ উইকেটে হেরেছে কাইরন পোলার্ডের দল।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ মন্থর ওভার রেটের অভিযোগ আনলে তা মেনে নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ড। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

গত কিছুদিনে কেবল ভারতই তিনবার জরিমানা দিয়েছে ওভার রেট ভালো না থাকায়। একবার করে এই অভিজ্ঞতা হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার।