চট্টগ্রাম থেকে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ সিলেটে

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু পাল্টেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 11:18 AM
Updated : 10 Feb 2020, 11:18 AM

প্রথমে সিরিজের তিনটি ওয়ানডের ভেন্যু ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। আগামী ১ মার্চ শুরু হবে সিরিজটি। বাকি দুটি ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।

সিলেটে ২০১৮ সালের ডিসেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। মাঝের সময় মাঠের পরিচর্যার কাজ করা হয়। এরপর সেখানে হয়েছে বিপিএলের ম্যাচ। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দীর্ঘ এক বছরের বেশি সময় পর আবারও আন্তর্জাতিক ম্যাচ ফিরছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সিলেটে এখন পর্যন্ত একটি মাত্র টেস্ট খেলা হয়েছে, ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। হয়েছে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ।

আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

এক মাত্র টেস্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।

ওয়ানডে সিরিজ শেষে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।