মেলবোর্ন স্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স

মেলবোর্ন স্টার্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশ লিগের শিরোপা জিতেছে সিডনি সিক্সার্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 11:47 AM
Updated : 8 Feb 2020, 01:14 PM

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শনিবার ১৯ রানে জেতে সিক্সার্স। ১২ ওভারে ১১৬ রান তাড়ায় ৬ উইকেটে ৯৭ রানে আটকে যায় স্টার্সের ইনিংস।

২৯ বলে চারটি চার ও তিন ছক্কায় ৫২ রান করে ম্যান অব দা ফাইনাল হয়েছেন সিক্সার্সের কিপার-ব্যাটসম্যান জশ ফিলিপ।

২০১১-১২ মৌসুমে প্রথম আসরের পর আবারও অস্ট্রেলিয়ার এই ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো সিক্সার্স। অন্যদিকে, তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ অপূর্ণই রয়ে গেল মেলবোর্ন স্টার্সের।  

ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ হওয়া নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত তা মাঠে গড়ালেও নেমে আসে ১২ ওভারে।

টস হেরে ব্যাট করতে নামা সিক্সার্স ৫ উইকেটে করে ১১৬ রান। ১৫ বলে অপরাজিত ২৭ রান করেন জর্ডান সিল্ক ও স্টিভ স্মিথ করেন ১২ বলে ২১।

স্টার্সের হয়ে অ্যাডাম জ্যাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্টার্স। ৫৪ রানের মধ্যে নাথ্যান লায়ন, জশ হেইজেলউড, স্টিভ ও’কিফরা তুলে নেন ৬ উইকেট। ২৬ বলে দুটি করে ছক্কা-চারে ৩৮ রানে অপরাজিত থাকেন নিক ল্যার্কিন।