জন্মদিনে হাসপাতালে লেম্যান

নিজের জন্মদিনে ছেলের খেলা দেখছিলেন স্টেডিয়ামে বসে। সেখানেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ড্যারেন লেম্যান। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ও কোচকে নেওয়া হয় হাসপাতালে। এখন তার প্রয়োজন বাইপাস সার্জারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 12:34 PM
Updated : 5 Feb 2020, 02:46 PM

বুধবার ৫০ বছরে পা দিয়েছেন লেম্যান। সকালে গোল্ড কোস্টের মেট্রিকন স্টেডিয়ামে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ও ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে খেলছিলেন তার ছেলে জেক লেম্যান। সেখানে অসুস্থ হয়ে পড়েন লেম্যান।

বর্তমানে তিনি হাসপাতালে বিশ্রামে আছেন। তিন দিনের মধ্যে ব্রিজবেনে তার বাইপাস সার্জারি করাতে হবে।

এক বিবৃতিতে লেম্যান সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দ্রুত সেরে উঠবেন বলে আশাবাদ তার।

“অস্ট্রেলিয়ার ক্রিকেট পরিবারের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের সহমর্মিতার জন্য। সেরা চিকিৎসা পাচ্ছি এখানে। আশা করি, খুব শিগগির সেরে উঠব।”

লেম্যান বর্তমানে বিগ ব্যাশের দল ব্রিজবেন হিটের কোচের দায়িত্বে আছেন। এ বছর ইংল্যান্ডে হতে যাওয়া ‘দ্য হ্যান্ড্রেড’ টুর্নামেন্টে নর্দান সুপারচার্জেসের কোচ হিসেবে কাজ করবেন।