নতুন আঙ্গিকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই

ছয় মাসের মধ্যে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই প্রথাগত বাছাইপর্ব অনুসরণের সুযোগ ছিল বেশ কঠিন। এ কারণে ভারতে হতে যাওয়া ২০২১ বিশ্বকাপের জন্য পাল্টে ফেলেছে বাছাইপর্বের প্রক্রিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2020, 01:31 PM
Updated : 23 Jan 2020, 01:31 PM

আইসিসির পাঁচটি অঞ্চল আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব-এশিয়া প্যাসিফিক ও ইউরোপে হবে ১১টি আঞ্চলিক বাছাই টুর্নামেন্ট। সেগুলোর সেরা আট দল খেলবে আরেকটি বাছাই টুর্নামেন্টে।

২০২০ সালের ১ জানুয়ারিতে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জিম্বাবুয়ে, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও হংকং খেলবে এই ধাপে। সেখানে তাদের সঙ্গে যুক্ত হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের তলানির চার দল।

১৬ দলের বাছাইপর্ব থেকে চারটি দল খেলবে ভারত বিশ্বকাপে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের শীর্ষ ১২ দল সরাসরি জায়গা পাবে এই আসরে।