ওয়ার্নের ব্যাগি গ্রিনের দাম ১০ লাখ ডলার

অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নিলামে তোলা কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপটির দাম ছাড়িয়ে গেল ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 09:45 AM
Updated : 10 Jan 2020, 09:59 AM

শুক্রবার নিলামে সর্বোচ্চ ১০ লাখ সাত হাজার পাঁচশ অস্ট্রেলিয়ান ডলারে এটি কিনেছে কমনওয়েলথ ব্যাঙ্ক অব অস্ট্রেলিয়া। এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পন্সর প্রতিষ্ঠানটি।

দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আরও তহবিল গঠনের উদ্দেশ্যে ‘ব্যাগি গ্রিন’-টি নিয়ে সারা দেশে পরিভ্রমণের পরিকল্পনাও জানানো হয়েছে। স্থায়ীভাবে ক্যাপটি রাখা হবে বাউরালের ‘ব্র্র্যাডম্যান জাদুঘরে’।

পুরো অর্থ জমা হবে ‘অস্ট্রেলিয়ান রেড ক্রস ডিজাস্টার রিলিফ এন্ড রিকোভারি ফান্ডে’। নিলামে অংশ নেওয়া সবাইকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ন।

 

অস্ট্রেলিয়ার কোনো টেস্ট ক্রিকেটারের ব্যাগি গ্রিন ক্যাপের জন্য এর আগে কখনোই এত বেশি দাম ওঠেনি। এতদিন পর্যন্ত নিলামে সর্বোচ্চ মূল্য উঠেছিল কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের ক্যাপের, চার লাখ ২৫ হাজার ডলার।

৫০ বছর বয়সী ওয়ার্ন অস্ট্রেলিয়ার সফলতম টেস্ট বোলার। ক্যারিয়ারে মোট ৭০৮টি উইকেট পাওয়া বিশ্বকাপজয়ী এই তারকাকে ক্রিকেটের ইতিহাসের সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হয়।

সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কয়েকটি দাবানলে এ পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং প্রায় দেড় হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।