দ. আফ্রিকা সিরিজ শেষ অ্যান্ডারসনের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। পাঁজরে চোট পেয়েছেন অভিজ্ঞ এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2020, 10:54 AM
Updated : 9 Jan 2020, 10:54 AM

কেপ টাউনে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে চোট নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও দলের প্রয়োজনে বল করেন অ্যান্ডারসন। ম্যাচটি ১৮৯ রানে জিতে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া অ্যান্ডারসন দ্বিতীয় ইনিংসে নেন দুই উইকেট।

বুধবার ম্যাচের পর করা স্ক্যানে ধরা পড়ে তার চোট মূলত হাড়ে। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে।

দ্রুত দেশে ফিরবেন টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার। ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট পাওয়া অ্যান্ডারসনের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকছেন ক্রেইগ ওভারটন।

১৬ জানুয়ারি পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। জোহানেসবার্গে শেষ ম্যাচ শুরু ২৪ জানুয়ারি।

সাম্প্রতিক সময়ে চোটের কারণে বারবার মাঠের বাইরে যেতে হয়েছে ৩৭ বছর বয়সী অ্যান্ডারসনকে। গত বছর খেলতে পারেন মোটে পাঁচটি টেস্ট। পায়ের পেশির চোটে ঘরের মাঠে অনেক প্রতীক্ষার অ্যাশেজ থেকে ছিটকে যান মাত্র চার ওভার বল করেই।

আর ১৬টি উইকেট পেলে টেস্ট ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন অ্যান্ডারসন।