নিলামে ওয়ার্নের ব্যাগি গ্রিন ছাড়িয়ে গেছে ৫ লাখ ডলার

অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের তার ‘ব্যাগি গ্রিন’ ক্যাপটি নিলামের তোলার সিদ্ধান্ত ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে এটির দাম পাঁচ লাখ অস্ট্রেলিয়ান ডলার ছাড়িয়ে গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2020, 12:52 PM
Updated : 8 Jan 2020, 12:52 PM

নিলামের সময় এখনও দুদিন বাকি আছে। তাই এটির মূল্য আরও উঠবে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার কোনো টেস্ট ক্রিকেটারের ব্যাগি গ্রিন ক্যাপের জন্য এর আগে কখনোই এত বেশি দাম ওঠেনি। এতদিন পর্যন্ত নিলামে সর্বোচ্চ মূল্য উঠেছিল কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের ক্যাপের, চার লাখ ২৫ হাজার ডলার।

৫০ বছর বয়সী ওয়ার্ন অস্ট্রেলিয়ার সফলতম টেস্ট বোলার। ক্যারিয়ারে মোট ৭০৮টি উইকেট পাওয়া বিশ্বকাপজয়ী এই তারকাকে ক্রিকেটের ইতিহাসের সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হয়।

অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি বোলার জেফ টমসনও একই উদ্দেশে তার ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে তুলেছেন। ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ক্যারিয়ারে ৫১ টেস্টে ২০০ উইকেট নেওয়া ৬৯ বছর বয়সী এই সাবেক পেসারকে একসময় ক্রিকেটের সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবে বিবেচনা করা হতো।

সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কয়েকটি দাবানলে এ পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছে। বহু লোক নিখোঁজ রয়েছে ও প্রায় দেড় হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।