মুশফিকের পর দল পেলেন না মুস্তাফিজও
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2019 07:31 PM BdST Updated: 20 Dec 2019 12:14 AM BdST
একসময় তিনি ঝড় তুলেছিলেন আইপিএলে। সময়ের পরিক্রমায় সেই মুস্তাফিজুর রহমান এখন হারিয়ে খুঁজছেন নিজেকে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে খুঁজে নিল না কোনো দলও। আইপিএলের নিলামে অবিক্রীত থেকে গেলেন মুস্তাফিজ। এর আগে নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম।
মুস্তাফিজের যা সাম্প্রতিক পারফরম্যান্স, তাতে আইপিএলে তার দল পাওয়ার সম্ভাবনা কমই ছিল। বর্তমান বাস্তবতায় তার ১ কোটি রুপি ভিত্তিমূল্যও হয়তো একটু বেশিই। অভাবনীয় কিছু তাই হয়নি নিলামে।
২০১৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই অসাধারণ পারফরম্যান্সে হইচই ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ। পরের বছর আইপিএলে খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিংয়ে বড় অবদান রেখেছিলেন দলের শিরোপা জয়ে। নিজে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
এরপর পিছু লেগে থাকা ও ফর্মহীনতা মিলিয়ে জাতীয় দলের হয়ে হারিয়ে ফেলেন ধার। আইপিএলেও আর ফিরে পাননি ছন্দ। হায়দরাবাদে আরেক মৌসুম খেলার পর গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। কিন্তু আগের সেই মুস্তাফিজকে পাওয়া যায়নি।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়