রানের পাহাড় গড়ে সিরিজ জিতল ভারত

বিস্ফোরক ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু এনে দিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ঝড় তুললেন বিরাট কোহলিও। তাদের তিন ফিফটিতে রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 05:25 PM
Updated : 11 Dec 2019, 07:30 PM

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার ৬৭ রানে জিতেছে কোহলির দল। ২৪০ রান তাড়ায় ৮ উইকেটে ১৭৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুলেছে ২-১ ব্যবধানে।

ব্যাটিং স্বর্গে ভারতের শুরুটা ছিল সাবধানী। তৃতীয় ওভারের প্রথম বলে শেলডন কটরেলকে উড়িয়ে মেরে ডানা মেলেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার ৪০০তম ছক্কা। তার চেয়ে বেশি ছক্কা আছে কেবল ক্রিস গেইল (৫৩৪) ও শহিদ আফ্রিদির (৪৭৬)।

শট খেলতে শুরু করেন রাহুলও। পাওয়ার প্লের ৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে তোলে ৭০ রান।

ত্রয়োদশ ওভারে কেসরিক উইলিয়ামসকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন রোহিত। ভাঙে ১৩৫ রানের উদ্বোধনী জুটি। ২৩ বল পঞ্চাশ ছোঁয়া ওপেনার ৩৪ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ৭১ রান।

প্রমশোন পেয়ে তিনে নামা রিশাব পান্ত কাজে লাগাতে পারেননি সুযোগ। তাকে দ্রুত ফিরিয়ে দেন কাইরন পোলার্ড।

চারে নামা কোহলির শুরুটা ছিল ধীর। ভারত অধিনায়ক ঝড় তোলেন হেইডেন ওয়ালশ জুনিয়রকে ছক্কা মেরে। জেসন হোল্ডারের পরের ওভার থেকে আসে ২২ রান।

পোলার্ডকে টানা দুই ছক্কা হাঁকিয়ে ২১ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ১০০তম ফিফটি এবং টি-টোয়েন্টিতে দ্রুততম। ক্যারিবিয়ান অধিনায়কের সেই ওভার থেকে আসে ২৭ রান।

শেষ ওভারে কটরেলের বাউন্সারে কট বিহাইন্ড হন রাহুল। ভাঙে তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি। ভারতীয় ওপেনার নয় চার ও চার ছক্কায় ৫৬ বলে করেন ৯১ রান।

শেষ বলে ছক্কা মেরে স্কোর সমৃদ্ধ করে মাঠ ছাড়েন কোহলি। প্রথম খেলোয়াড় হিসেবে এদিন টি-টোয়েন্টিতে ভারতের মাটিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। অধিনায়ক ২৯ বলে সাত ছক্কা ও চারটি চারে অপরাজিত থাকেন ৭০ রানে।

ছবি: বিসিসিআই

রান তাড়ায় ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। চতুর্থ উইকেটে কিছুটা আশা জাগিয়েছিলেন শিমরন হেটমায়ার ও পোলার্ড। কুলদীপ যাদবের ফুলটস উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন হেটমায়ার, ভাঙে ৭৪ রানের জুটি। ২৪ বলে ৫ ছক্কায় ৪১ রান করেন হেটমায়ার।

পঞ্চদশ ওভারে দলীয় ১৪১ রানে পোলার্ড ফেরার পর বেশিদূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

দুই বছর পর খেলতে নেমে আলো ছড়িয়েছেন মোহাম্মদ শামি। এই পেসারের মতো দুটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। রিস্ট স্পিনার কুলদীপও নিয়েছেন ২টি।

দারুণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাহুল। সিরিজ সেরা কোহলি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৪০/৩ (রোহিত ৭১, রাহুল ৯১, পান্ত ০, কোহলি ৭০*, আইয়ার ০*; কটরেল ৪-০-৪০-১, হোল্ডার ৪-০-৫৪-০, পিয়ের ২-০-৩৫-০, উইলিয়ামস ৪-০-৩৭-১, ওয়ালশ জুনিয়র ৪-০-৩৮-০, পোলার্ড ২-০৩৩-১)

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৩/৮ (সিমন্স ৭, কিং ৫, হেটমায়ার ৪১, পুরান ০, পোলার্ড ৬৮, হোল্ডার ৮, ওয়ালশ জুনিয়র ১১, পিয়ের ৬, উইলিয়ামস ১৩*, কটরেল ৪*, লুইস- ব্যাট করেননি; চাহার ৪-০-২০-২, ভুবনেশ্বর ৪-০-৪১-২, শামি ৪-০-২৫-২, দুবে ৩-০-৩২-০, কুলদীপ ৪-০-৪৫-২, সুন্দর ১-০-৫-০) 

ফল: ভারত ৬৭ রানে জয়ী

সিরিজ: ভারত ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: লোকেশ রাহুল

ম্যান অব দা সিরিজ: বিরাট কোহলি