টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডের অধিনায়ক বালবার্নি

টেস্ট ও ওয়ানডের পর এবারে টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রু বালবার্নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2019, 12:24 PM
Updated : 30 Nov 2019, 12:24 PM

গত মাসে দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের অধিনায়ক ছিলেন গ্যারি উইলসন। বাছাইপর্বে তৃতীয় হয়ে অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় আইরিশরা। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের অধিনায়ক ছিলেন উইলসন।

এর আগে দীর্ঘ ১১ বছর আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পর উইলিয়াম পোর্টারফিল্ড সরে দাঁড়ালে চলতি মাসের শুরুতে দেশের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান বালবার্নি। ৩৭টি টি-টোয়েন্টিতে এই কিপার-ব্যাটসম্যান ২৫.৪৮ গড়ে করেছেন ৭৯০ রান। আয়ারল্যান্ড ‘এ’ ও আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে ২৮ বছর বয়সী ওপেনারের।