ধাওয়ানের পরিবর্তে ভারত দলে স্যামসন

বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল থেকে। নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের চোটে বদলি হিসেবে ফের জাতীয় দলে জায়গা পেলেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2019, 11:12 AM
Updated : 27 Nov 2019, 11:12 AM

গত সপ্তাহে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে ম্যাচে খেলার সময়ে চোট পান ধাওয়ান। তার বাঁ হাঁটুতে বেশ কয়েকটি সেলাই পড়েছে। অভিজ্ঞ এই ক্রিকেটারের সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই।

ধাওয়ানের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন দারুণ ফর্মে থাকা লোকেশ রাহুল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্ণাটকের হয়ে এ পর্যন্ত ছয় ইনিংসে ১৪৫.১৬ গড়ে ২২৬ রান করেছেন ডান হাতি এই ব্যাটসম্যান।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেভাবে রান পাননি স্যামসন। কেরালার ছয় ম্যাচের চারটিতে খেলে মাত্র একটি ফিফটি তার। ভারতের হয়ে ২০১৫ সালে নিজের একমাত্র ম্যাচটি খেলেছিলেন তরুণ এই ডান হাতি ব্যাটসম্যান। হারারেতে সেই টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বলে ১৯ রান করেছিলেন তিনি।

আগামী ৬ ডিসেম্বর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাব পান্ত, শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দিপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।