
রহমানউল্লাহ-ঝড়ে রেকর্ড সংগ্রহ গড়ে সিরিজ আফগানদের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2019 12:25 AM BdST Updated: 18 Nov 2019 02:29 PM BdST
বিস্ফোরক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ এনে দিলেন রহমানউল্লাহ গুরবাজ। বাকিটা সারলেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুলেছে আফগানিস্তান।
লক্ষ্ণৌতে রোববার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে ১৫৬ রান তাড়ায় ১২৭ রানে থমকে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। হার দিয়ে শুরুর পর টানা দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল রশিদ খানের দল।
আফগানদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে নেতৃত্বে অভিষেক হয়েছিল কাইরন পোলার্ডের। টি-টোয়েন্টিতে পথচলা শুরু হলো সিরিজ হার দিয়ে।
আফগানদের জয়ের নায়ক ১৭ বছর বয়সী রহমানউল্লাহ। ৫২ বলে ছয় চার ও পাঁচ ছক্কায় খেলেছেন ৭৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।
টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের ইনিংস গড়ে ওঠে এই ওপেনারকে ঘিরে। তিন ওভারের মধ্যে হজরতউল্লাহ জাজাই ও করিম জানাতকে শেলডন কটরেল ফিরিয়ে দিলেও এর প্রভাব দলের ওপর পড়তে দেননি রহমানউল্লাহ।
তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ৩২ রানের জুটিতে ধাক্কা কিছুটা সামাল দেন তিনি। জুটিতে ইব্রাহিমের অবদান মাত্র ১ রান! চতুর্থ উইকেটে আসগর আফগানের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন রহমানউল্লাহ।
আসগর আফগান ফেরার পর বেশিক্ষণ টিকেননি রহমানউল্লাহ। শেষ দিকে মোহাম্মদ নবির ৭ বলে ১৫ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের রেকর্ড সংগ্রহ গড়ে আফগানরা। তাদের আগের সর্বোচ্চ ছিল আগের ম্যাচে করা ১৪৭ রান।
ক্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন কটরেল, কেসরিক উইলিয়ামস ও কিমো পল।
রান তাড়ায় শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। অনেকটা সময় ক্রিজে থেকেও সুবিধা করতে পারেননি ওপেনার এভিন লুইস, আউট হন ২৩ বলে ২৪ রানে।
আশা কিছুটা টিকে ছিল সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা শেই হোপের ব্যাটে। তবে তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি শিমরন হেটমায়ার ও পোলার্ড। কিপার-ব্যাটসম্যান হোপ ৪৬ বলে ৩টি চার ও ১ ছক্কায় করেন ৫২ রানে।
২৪ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার পেসার নাভিন-উল-হক। ৩ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন মুজিব।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৫৬/৮ (জাজাই ০, রহমানউল্লাহ ৭৯, জানাত ২, ইব্রাহিম ১, আসগর ২৪, নাজিবউল্লাহ ১৪, নবি ১৫, রশিদ ০, গুলবাদিন ৪*, নাভিন ২*; কটরেল ৪-০-২৯-২, হোল্ডার ৪-০-২৬-০, উইলিয়ামস ৪-০-৩১-২, পিয়ের ৩-০-১৯-০, পল ৩-০-২৬-২, পোলার্ড ২-০-২১-১)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৭/৭ (সিমন্স ৭, লুইস ২৪, কিং ১, হোপ ৫২, হেটমায়ার ১১, পোলার্ড ১১, হোল্ডার ৬, পল ৪*, পিয়ের ১*; মুজিব ৩-০-৯-১, নাভিন ৪-০-২৪-৩, জানাত ৪-০-৩৩-১, গুলবাদিন ৪-০-২৬-১ নবি ১-০-১৩-০, রশিদ ৪-০-১৮-১)
ফল: আফগানিস্তান ২৯ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে আফগানিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রহমানউল্লাহ গুরবাজ
ম্যান অব দা সিরিজ: করিম জানাত
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন লাকমল
- রোহিতকে ছাড়িয়ে টি-টোয়েন্টি রানের চূড়ায় কোহলি
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- পাকিস্তানে দিবা-রাত্রি টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
সর্বাধিক পঠিত
- মেসির হ্যাটট্রিকে শীর্ষে ফিরল বার্সেলোনা
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
- কনসার্ট দিয়ে উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু বিপিএল
- ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- রুম্পা হত্যামামলায় বন্ধু সৈকত রিমান্ডে
- সালমান-ক্যাটরিনা ঢাকার মঞ্চে উঠবেন রাতে
- রুম্পার বন্ধু সৈকত আটক
- শক্তির জায়গা অনুযায়ী উদ্ভাবনী শট: নিক্সন