বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে

আগামী ডিসেম্বরে হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলের জন্য রোববার ‘প্লেয়ার্স ড্রাফটের’ মাধ্যমে দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর সরাসরি প্রচার শেষ হয়েছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 12:26 PM
Updated : 17 Nov 2019, 07:26 PM
কে কোন দলে:

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন :
দেশি : তামিম ইকবাল, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান, জাকের আলি অনিক
বিদেশি : থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শাহিদ খান আফ্রিদি।
 
প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স :
দেশি : মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম
বিদেশি : রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ
 
রাজশাহী রয়্যালস :
দেশি : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম
বিদেশি :  রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান
 
রংপুর রেঞ্জার্স :
দেশি: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি, সঞ্জিস সাহা
বিদেশি: মোহাম্মদ নবি, শেই হোপ, লুইস গ্রেগোরি, ক্যামেরন দেলপোর্ত
 
সিলেট থান্ডার :
দেশি : মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুবেল মিয়া,
বিদেশি : শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জিবন মেন্ডিস
 
কুমিল্লা ওয়ারিয়র্স :
দেশি : সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হোসেন অনি,
বিদেশি: কুসল পেরেরা, মুজিব-উর-রহমান, দাভিদ মালান, দাসনি শানাকা
 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :
দেশি :  মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিক
বিদেশি :  ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিশকা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম।

দল পেলেন আফ্রিদিও

ড্রাফটের একেবারে শেষে এসে দল পেলেন শহিদ আফ্রিদি। পাকিস্তানি অলরাউন্ডার খেলবেন ঢাকায়। এছাড়াও এই রাউন্ডে শ্রীলঙ্কান অলরাউন্ডার জিবন মেন্ডিসকে নিয়েছে সিলেট, ইংল্যোন্ডের লুইস রিসকে ঢাকা, আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে খুলনা, জিম্বাবুয়ের রায়ান বার্ল ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে নিয়েছে চট্টগ্রাম।   

এখন পর্যন্ত কোন দলে কে:

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন :
দেশি : তামিম ইকবাল, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা
বিদেশি : থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি
 
প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স :
দেশি : মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম
বিদেশি : রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান
 
রাজশাহী রয়্যালস :
দেশি : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর
বিদেশি :  রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান
 
রংপুর রেঞ্জার্স :
দেশি: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি
বিদেশি: মোহাম্মদ নবি, শেই হোপ, লুইস গ্রেগোরি, ক্যামেরন দেলপোর্ত
 
সিলেট থান্ডার :
দেশি : মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন
বিদেশি : শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস
 
কুমিল্লা ওয়ারিয়র্স :
দেশি : সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান
বিদেশি: কুসল পেরেরা, মুজিব-উর-রহমান, দাভিদ মালান, দাসনি শানাকা
 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :
দেশি :  মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ
বিদেশি :  ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিশকা ফার্নান্দো, রায়াদ এমরিট

এবার কেবল ৪ জন

বাঁহাতি স্পিনার তানভির ইসলাম খেলবেন খুলনায়। তরুণ কিপার-ব্যাটসম্যান জাকের আলি অনিক ঢাকায়। অভিজ্ঞ ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক খেলবেন চট্টগ্রামে। অফ স্পিনিং অলরাউন্ডার নাহিদুল ইসলাম রাজশাহীতে। বাকি ৩ দল এই রাউন্ডে নেয়নি কাউকে।

দল পেলেন ফারদিন-আফ্রিদি

তরুণ ব্যাটসম্যান ফারদিন হোসেন অনি খেলবেন কুমিল্লায়। রংপুরে খেলবেন অফ স্পিনার সঞ্জিত সাহা। তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদিকে নিয়েছে রাজশাহী। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ খেলবেন চট্টগ্রামে।

অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসান ঢাকায়। গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে নজরকাড়া বাটসম্যান রুবেল মিয়া খেলবেন সিলেটে। গত আসরে অভিষেকেই হ্যাটট্রিক করা অফ স্পিনার আলিস আল ইসলাম খেলবেন খুলনায়। 

দেলপোর্ত-এমরিট আবার

কুমিল্লায় খেলবেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। রাজশাহীতে মোহাম্মদ ইরফান, চট্টগ্রামে রায়াদ এমরিট, খুলনায় নাজিবউল্লাহ জাদরান, সিলেটে জনসন চার্লস, ও রংপুরে খেলেবেন ক্যামেরন দেলপোর্ত। ঢাকায় খেলবেন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলি।

আসছেন মালান-আমির

ঢাকা নিয়েছে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে। রংপুরে খেলবেন ইংলিশ অলরাউন্ডার লুইস গ্রেগোরি। সিলেট নিয়েছে আফগান পেসার নাভিন-উল-হকে। খুলনা দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। চট্টগ্রামে খেলবেন উঠতি লঙ্কান ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দো। রাজশাহীতে পাকিস্তানের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। কুমিল্লায় খেলবেন ইংল্যান্ডের হয়ে দারুণ ফর্মে থাকা দাভিদ মালান।

অবশেষে মাশরাফি

অবশেষে দল পেলেন মাশরাফি বিন মুর্তজা। দেশি ক্রিকেটারদের মধ্যে অষ্টম ডাকে গিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দলে নিয়েছে ঢাকা।

এই রাউন্ডে কিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে নিয়েছে রাজশাহী। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মনির হোসেন খেলবেন সিলেটে। রংপুর নিয়েছে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে খেলা ব্যাটসম্যান নাদিফ চৌধুরিকে। বাঁহাতি ব্যাটসম্যান পিনাক ঘোষ খেলবেন চট্টগ্রামে। কুমিল্লা নিয়েছে তরুণ সম্ভাবনাময় পেসার সুমন খানকে। খুলনা নিয়েছে পেসার শহিদুল ইসলামকে।

দল পেলেন তরুণ ক্রিকেটার মাহিদুল

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েছে খুলনা। তরুণ কিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন খেলবেন কুমিল্লায়। চট্টগ্রাম নিয়েছে পেস বোলিং অলরাউন্ডার মুক্তার আলিকে। অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরি খেলবেন ঢাকায়।

ফজলে মাহমুদ রাব্বির ঠিকানা হয়েছে রংপুর। সিলেট নিয়েছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ পেসার দেলোয়ার হোসেনকে। রাজশাহী নিয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বিকে।

এখন পর্যন্ত কোন দলে কে:

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন:

দেশি : তামিম ইকবাল, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক
বিদেশি : থিসারা পেরেরা, লরি ইভান্স
 
প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স :

দেশি : মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান
বিদেশি : রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক
 
রাজশাহী রয়্যালস :

দেশি : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী
বিদেশি :  রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই
 
রংপুর রেঞ্জার্স :

দেশি: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান
বিদেশি: মোহাম্মদ নবি, শেই হোপ
 
সিলেট থান্ডার :

দেশি : মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান
বিদেশি : শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক
 
কুমিল্লা ওয়ারিয়র্স :

দেশি : সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি
বিদেশি: কুসল পেরেরা, মুজিব-উর-রহমান
 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :

দেশি :  মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র
বিদেশি :  ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস

দল পেলেন সাইফ

চট্টগ্রামে এনামুল হক জুনিয়র। কুমিল্লায় ঠাঁই হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দার রনির। বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া সাইফ হাসান খেলবেন খুলনায়। বিপিএলে এখনও ম্যাচ খেলা হয়নি তরুণ এই ব্যাটসম্যানের।

বাঁহাতি কিপার-ব্যাটসম্যান জাকির হাসান খেলবে রংপুরে। ঢাকা নিয়েছে মুমিনুল হককে। রাজশাহীতে খেলবেন অভিজ্ঞ ক্রিকেটার অলক কাপালী। সিলেট নিয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে।

দল পেলেন তাসকিন

দেশি ক্রিকেটারদের এই রাউন্ডে সবার আগে দল পেলেন রনি তালুকদার। এই ওপেনারকে দলে নিয়েছে সিলেট। তাইজুল ইসলামকে নিয়েছে রাজশাহী। ঢাকায় খেলবেন অলরাউন্ডার আরিফুল হক। পেসার তাসকিন আহমেদ রংপুরে। খুলনায় শামসুর রহমান। কুমিল্লা নিয়েছে সানজামুল ইসলামকে। কিপার ব্যাটসম্যান খেলবেন নুরুল হাসান সোহান চট্টগ্রামে।

এখন পর্যন্ত কোন দলে কে:

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন :

দেশি: তামিম ইকবাল, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান

বিদেশি: থিসারা পেরেরা, লরি ইভান্স

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স :

দেশি: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব
 
বিদেশি: রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক,

রাজশাহী রয়্যালস :

দেশি:  লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা

বিদেশি:  রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই

রংপুর রেঞ্জার্স :

দেশি: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম

বিদেশি: মোহাম্মদ নবি, শেই হোপ

সিলেট থান্ডার :

দেশি: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী 

বিদেশি: শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক

কুমিল্লা ওয়ারিয়র্স :

দেশি : সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান

বিদেশি: কুসল পেরেরা, মুজিব-উর-রহমান

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :

দেশি:  মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন

বিদেশি:  ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস

 

বিদেশিদের দ্বিতীয় রাউন্ডের প্রথম শফিকউল্লাহ

বিদেশি ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ডের শুরুতেই বড় চমক। সবার আগে ডাকার সুযোগ পেয়ে সিলেট নিয়েছে আফগান ব্যাটসম্যান শফিকউল্লাহ শাফাককে। গত আসরে রাজশাহীর হয়ে সেঞ্চুরি করা লরি ইভান্স এবার খেলবেন ঢাকায়। গত আসের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখানো প্রোটিয়া ক্রিকেটার রবি ফ্রাইলিঙ্ক এবার খেলবেন খুলনায়। কুমিল্লা নিয়েছে আফগান স্পিনার মুজিব-উর-রহমানকে।

রংপুর নিয়েছে বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল ক্যারিবিয়ান ব্যাটসম্যান শেই হোপকে। আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই এবার খেলবেন রাজশাহীতে। চট্টগ্রামে ঠাঁই হয়েছে ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামসের।

বিদেশিদের প্রথম গেইল

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডে সবার আগে সুযোগ পেয়ে চট্টগ্রাম নিয়েছে টি-টোয়েন্টি কিংবদন্তি ক্রিস গেইলকে। রাজশাহী নিয়েছে বিপিএলের নিয়মিত পারফরমার রবি বোপারাকে। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি খেলবেন রংপুরে।

শ্রীলঙ্কান কিপার-ব্যাটসম্যান কুসল পেরেরার ঠিকানা হয়েছে কুমিল্লা। গত আসরে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটসম্যান রাইলি রুশো এবার খেলবেন খুলনায়। ঢাকা নিয়েছে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে। সিলেট নিয়েছে ক্যারিবিয়ান আগ্রাসী ব্যাটসম্যান শেরফেইন রাদারফোর্ডকে।

চার রাউন্ডে নেই মাশরাফি

দেশি ক্রিকেটারদের চার রাউন্ড শেষ হয়ে গেলেও কোনো দল ডাকেনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

প্রথম চার রাউন্ড শেষে:

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা

রংপুর রেঞ্জার্স: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম

সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন

চতুর্থ রাউন্ডের প্রথম রুবেল

চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম সবার আগে ডেকেছে রুবেল হোসেনকে। রাজশাহী নিয়েছে ফরহাদ রেজাকে। খুলনা নিয়েছে আমিনুল ইসলাম বিপ্লবকে। ঢাকায় খেলবেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান। সাব্বির রহমান খেলবেন কুমিল্লা ওয়ারিয়র্সে। জহুরুল ইসলামকে নিয়েছে রংপুর।

তবে এই রাউন্ড পরিচালনা করতে গিয়ে ভজ-কট পাকিয়ে ফেলেন ড্রাফট কমিশনার ও বিসিবি পরিচালক মাহবুব আনাম। সিলেটের ডাকার কথা ছিল চতুর্থ দল হিসেবে। কিন্তু তাদেরকে বাদ দিয়েই অন্য দলকে সুযোগ দিয়ে ফেলেন ড্রাফট কমিশনার। পরে ভুলটি বোঝার পর সবার শেষে তারা সুযোগ পেয়ে দলে নেয় সোহাগ গাজীকে।

তৃতীয় রাউন্ডের প্রথম পছন্দ সানি

তৃতীয় রাউন্ডের লটারিতে সবার আগে ডাকার সুযোগ পেয়ে রংপুর দলে নিয়েছে আরাফাত সানিকে। দুই নম্বরে থাকা কুমিল্লা ডেকেছে ইয়াসির আলি চৌধুরিকে। ঢাকা প্লাটুনের পছন্দ ছিল তরুণ পেসার হাসান মাহমুদ। সিলেটে খেলবেন নাজমুল ইসলাম অপু।

খুলনা ডেকেছে নাজমুল হোসেন শান্তকে। রাজশাহী রয়্যালস নিয়েছে আবু জায়েদ চৌধুরিকে। এই রাউন্ডের শেষ দল হিসেবে চট্টগ্রাম দলে নিয়েছে নাসির হোসেনকে।

প্রথম দুই রাউন্ড শেষে:

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স : মুশফিকুর রহিম, শফিউল ইসলাম

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন

রংপুর রেঞ্জার্স: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ

সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল আমিন হোসেন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস

প্রথম দুই রাউন্ডে দল পেলেন না মাশরাফি

‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটারের মধ্যে প্রথম দুই রাউন্ডে দল পাননি বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুই রাউন্ডের বড় চমক বলা যায় সম্প্রতি ভারতের অভিষেক সিরিজে আলো ছড়ানো মোহাম্মদ নাঈম শেখ। তরুণ বাঁহাতি ওপেনার খেলবেন রংপুরে।

দ্বিতীয় রাউন্ডে সবার আগে মিঠুন

সিলেট এবার প্রথম ডাকার সুযোগ পেয়ে দলে নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। কুমিল্লা নিয়েছে আল আমিন হোসেনকে। রংপুরে খেলবেন মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম দলে নিয়েছে ইমরুল কায়েসকে। রাজশাহীতে খেলবেন আফিফ হোসেন।

ঢাকা নিয়েছে এনামুল হককে। এই রাউন্ডের শেষ দল খুলনা নিয়েছে শফিউল ইসলামকে।

সবার আগে মুশফিক

লটারিতে প্রথম ডাকার সুযোগ পেয়ে খুলনা ডেকেছে মুশফিকুর রহিমকে। দুইয়ে সুযোগ পেয়ে ঢাকা দলে নিয়েছে তামিম ইকবালকে। তৃতীয় দল রাজশাহী নিয়েছে লিটন দাসকে। চট্টগ্রাম দলে নিয়েছে মাহমুদউল্লাহকে। রংপুর নিয়েছে মুস্তাফিজুর রহমানকে।

ষষ্ঠ দল কুমিল্লা দলে নিয়েছে সৌম্য সরকারকে। প্রথম রাউন্ডের শেষ দল সিলেট দলে নিয়েছে মোসাদ্দেক হোসেনকে।

এসেছেন কোচদের কয়েকজন

দলগুলির কোচের নাম বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ড্রাফটের উদ্বোধনী বক্তৃতায় বিসিবি প্রধান জানালেন, কোচের দায়িত্ব নিতে এর মধ্যেই চলে এসেছেন ওটিস গিবসন, গ্রান্ট ফ্লাওয়ার ও ওয়াইস শাহ।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার গিবসন দায়িত্বে ছিলেন নিজ দেশের, দক্ষিণ আফ্রিকার। বোলিং কোচ ছিলেন ইংল্যান্ডের। জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ার দীর্ঘদিন ছিলেন পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ওয়াইস শাহ প্রথম দুই মৌসুমে খেলেছিলেন বিপিএলে। খেলা ছাড়ার পর কিছুদিন দায়িত্বে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত কোচ হিসেবে।

এবারের ৭ দল

বিশেষ বিপিএলে এবার বদলে গেছে দলগুলির নামও। এবারের সাত দলের নাম-যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সবগুলো দলের সঙ্গে একজন করে বিসিবি পরিচালককে সংযুক্ত করা হয়েছে সার্বিক তদারকির দায়িত্ব দিয়ে। চট্টগ্রাম দলের সঙ্গে থাকবেন জালাল ইউনুস, রাজশাহীতে এনায়েত হোসেন সিরাজ, খুলনায় খালেদ মাহমুদ, কুমিল্লায় নাঈমুর রহমান, রংপুরে আকরাম খান, সিলেটে তানজিল চৌধুরি ও ঢাকায় গাজী গোলাম মোর্তজা।

ড্রাফটের উদ্বোধন

৬টায় শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশের আর বেশির ভাগ ক্ষেত্রের মতো যথারীতি এখানেও দেরি।  অবশেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্লেয়ার্স ড্রাফটের উদ্বোধন ঘোষণা করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

পারিশ্রমিক

দেশের ক্রিকেটারদের মধ্যে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে এবার পারিশ্রমিক রাখা হয়েছে ৫০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৯ জনকে। এই ক্যাটাগরির পারিশ্রমিক ২৫ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১৮ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগরিতে ১২ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৮ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে পারিশ্রমিক রাখা হয়েছে ৫ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারদের ‘এ’ প্লাস ক্যাটাগরির পারিশ্রমিক এক লাখ ডলার। ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৭০ হাজার ডলার। এই ক্যাটাগরিতে আছেন ১৫ ক্রিকেটার। ৬৬ জন ক্রিকেটার আছেন ‘বি’ ক্যাটাগরিতে, যাদের পারিশ্রমিক ৫০ হাজার ডলার। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৭২ জন ক্রিকেটার, পারিশ্রমিক ৩০ হাজার ডলার। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ২৭২ জন ক্রিকেটার, পারিশ্রমিক ২০ হাজার ডলার।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে শীর্ষ দুই ক্যাটাগরিতে যারা:

বিপিএলে দল পেতে ড্রাফটে নাম লিখিয়েছেন ৪৩৯ জন বিদেশি ক্রিকেটার।

এ প্লাস: ডেন ভিলাস, শহিদ খান আফ্রিদি, রাইলি রুশো, মোহাম্মদ নবি, হাসান আলি, শোয়েব মালিক, মুজিব উর রহমান, ক্রিস গেইল, থিসারা পেরেরা, ড্যারেন ব্রাভো, ডোয়াইন স্মিথ।

এ: ইসুরু উদানা, মোহাম্মদ আমির, মারলন স্যামুয়েলস, মোহাম্মদ হাফিজ, দিমুথ করুনারত্নে, কুসল পেরেরা, মোহাম্মদ হাসনাইন, রাসি ফন ডার ডাসেন, শেই হোপ, ওয়েইন পার্নেল, ফখর জামান, ওশেন টমাস, স্যাম বিলিংস, রবি বোপারা, কেমার রোচ।

দেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য কে কোন ক্যাটাগরিতে:

দেশের ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ১৮১ জন ক্রিকেটার।

প্লাস: মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল।

: মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস।

বি: আবু হায়দার রনি, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, রুবেল হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, আল আমিন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান, আফিফ হোসেন, ফজলে রাব্বি মাহমুদ, ইয়াসির আলি চৌধুরি, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

বিশেষ বিপিএল

চুক্তি নবায়ন নিয়ে আগের আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সমঝোতা না হওয়ার পর অনেকটা আচমকাই বিসিবি ঘোষণা দেয় বিশেষ বিপিএল আয়োজনের। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে এবারের বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৮ ডিসেম্বর, খেলা শুরু ১১ ডিসেম্বর।

সব দলের মালিকানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ব্যবস্থাপনা ও পরিচালনা, সবকিছুই করবে বিসিবি নিজেরাই। তবে দলগুলির জন্য নেওয়া হয়েছে স্পন্সর। দলের নাম নির্ধারণ, ক্রিকেটারদের নেওয়া ও পারিপার্শ্বিক অনেক কিছুতে তাদের মতামতকে দেওয়া হবে প্রাধান্য।