ক্যারিবিয়ান দাপটে পাত্তা পেল না আফগানরা

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়া আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছে বড় হার দিয়ে। এভিন লুইসের ঝড়ো ব্যাটিং আর কাইরন পোলার্ডের অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 06:06 PM
Updated : 14 Nov 2019, 07:21 PM

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩০ রানে জিতেছে ক্যারিবীয়রা। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জয় দিয়ে যাত্রা শুরু হলো অধিনায়ক পোলার্ডের।

লক্ষ্ণৌতে সোমবার ইনিংসের শুরুতে লুইসের ফিফটি আর শেষে পোলার্ডের ঝড়ে ২০ ওভারে ১৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় শুরুতেই হোঁচট খাওয়া আফগানিস্তান পুরো ২০ ওভার খেললেও আটকে যায় ১৩৪ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ প্রথম ওভারেই হারায় অভিষিক্ত ওপেনার ব্র্যান্ডন কিংকে।

শিমরন হেটমায়ারকে নিয়ে সেই ধাক্কা দুর্দান্তভাবে সামাল দেন আরেক ওপেনার এভিন লুইস। দ্বিতীয় উইকেটে এই জুটি থেকে আসে ৫৫ বলে ৮৭ রান।

লম্বা সময় ক্রিজে থেকেও খুব একটা সুবিধা করতে পারেননি হেটমায়ার। আউট হন ২১ বলে সমান রান করে। তবে বিধ্বংসী ছিলেন লুইস। ২৬ বলে ফিফটি তুলে নিয়ে এই বাঁ-হাতি থামেন ৬৮ রানে। ৪১ বলে ৪টি চার ও ছয় ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

দ্বাদশ ওভারে গুলবাদিন নাইবকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন লুইস। ভাটা পড়ে রানের গতিতে। দলীয় রান তখন ১০০।

নিকোলাস পুরানের নিষেধাজ্ঞার কারণে এক বছর পর দলে ফেরা কিপার-ব্যাটসম্যান দিনেশ রামদিন সুবিধা করতে পারেননি।

ছবি: আইসিসি

শুরুতে চেনা ছন্দে ছিলেন না পোলার্ডও। তবে শেষ ওভারে ১৪ রান নিয়ে সংগ্রহটা সমৃদ্ধ করেন এই মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। ২৪ রানে ২ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার গুলবাদিন।
রান তাড়ায় ৭ রানের মধ্যে আফগানরা হারায় ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ও ১৭ বছর বয়সী অভিষিক্ত ইব্রাহিম জাদরানকে।
দ্রুত উইকেট হারানোয় সেভাবে রান আসেনি। এমনিতে আগ্রাসী হলেও এদিন ওপেনার হযরতউল্লাহ জাজাই ২৩ রান করতে খেলেন ২৯ বল। আসগর আফগান করেন ২১ বলে ২৫। দুজনকেই ফেরান কেসরিক উইলিয়ামস।
এরপর তেমন লড়াই করতে পারেননি কেউ। নাজিবউল্লাহ জাদরানের প্রচেষ্টা থামে ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৭ রানে। শেষ দিকে ফরিদ আহমেদের ১৫ বলে ২৪ রান কিছুটা ব্যবধান কমায়।
১৭ রানে ৩ উইকেট নেন উইলিয়ামস। দুটি করে নেন পোলার্ড ও লেগ স্পিনার হেইডেন ওয়ালশ।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৪/৫ (কিং ৪, লুইস ৬৮, হেটমায়ার ২১, রামদিন ২০, পোলার্ড ৩২*, রাদারফোর্ড ৯, অ্যালেন ৫*; মুজিব ৪-০-২৭-১, নবি ৩-০-১৯-০, ফরিদ ১-০-১৭-০, রশিদ ৪-০-৩৪-১, নাভিন ৪-০-৩৯-১, গুলবাদিন ৪-০-২৪-২)
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৪/৯ (জাজাই ২৩, রহমতউল্লাহ ০, ইব্রাহিম ২, আসগর ২৫, নাজিবউল্লাহ ২৭, নবি ৭, গুলবাদিন ১, রশিদ ১, ফরিদ ২৪*, নাভিন ৫, মুজিব ৮*; কটরেল ২-০-৫-১, হোল্ডার ৪-০-২৯-১, উইলিয়ামস ৪-০-১৭-৩, পোলার্ড ৩-০-১৭-২, রাদারফোর্ড ৩-০-২৮-০, ওয়ালশ ৪-০-৩৪-২)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: এভিন লুইস