‘মুস্তাফিজে বিশ্বাস হারায়নি বাংলাদেশ’
ইন্দোর থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2019 09:33 PM BdST Updated: 14 Nov 2019 09:43 PM BdST
মুস্তাফিজুর রহমান খেলবেন কি না, জানতে টসের আগ পর্যন্ত অপেক্ষার কথা বলেছিলেন মুমিনুল হক। শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি বাঁহাতি এই পেসারের। তাহলে কি তার ওপর আস্থা নেই দলের? অধিনায়ক জানালেন, তরুণ পেসারের ওপর বিশ্বাস আছে আগের মতোই।
টি-টোয়েন্টি সিরিজে বিবর্ণ ও খরুচে ছিলেন মুস্তাফিজ। বোলিংয়ে ছিল না ধার। টেস্টেও সময় ভালো যাচ্ছে না। সবশেষ ৩ টেস্টে নিতে পেরেছেন কেবল ২ উইকেট।
ম্যাচের আগে বিরাট কোহলি বলেছিলেন, মুস্তাফিজ তাদের জন্য বড় হুমকি হতে পারে। সাম্প্রতিক সময়ে সাদামাটা পারফরম্যান্সের কারণে এই বোলারের একাদশে জায়গা হারানোটা খুব বিস্ময়কর হতো না, তবে ভারত অধিনায়কের ওই মন্তব্যের কারণেই হয়তো মুস্তাফিজের দলে না থাকাটা অনেককে অবাক করেছে।
অভিষেকের পর বাংলাদেশের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ এক অস্ত্র হয়ে ওঠা মুস্তাফিজকে না খেলানোর ব্যাখ্যা দিলেন মুমিনুল।
“আমাদের দুই জন পেসার খেলানোর সুযোগ ছিল। যারা সবচেয়ে কার্যকর হবে বলে বিশ্বাস করেছে টিম ম্যানেজমেন্ট, তাদের খেলিয়েছে।”
মুস্তাফিজের ওপর থেকে কি তাহলে দলের বিশ্বাস উঠে গেল?
“মুস্তাফিজের ওপর বিশ্বাস হারায়নি। যারা প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত খেলে তাদের দুই জনকে আমরা নিয়েছি। …বিরাট কোহলি হয়তো বলেছেন, তারা স্ট্রাগল করেন, এটা তার কৌশল হতে পারে।”
এই ম্যাচে কিপিং করছেন না মুশফিকুর রহিম। টেস্টে দলের সেরা ব্যাটসম্যান সাধারণত খেলেন চারে। সেখানে কিপিং না করার পরও মুশফিক কেন পাঁচে ব্যাটিং করেছেন, তার ব্যাখ্যা দিলেন মুমিনুল।
“এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ব্যক্তিগতভাবে আমিও মনে করি, তার পাঁচে ব্যাটিং করা উচিত।”
সর্বাধিক পঠিত
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী