ম্যাক্সওয়েলের মতোই ক্রিকেট থেকে বিরতিতে পাকোভ্‌স্কি

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জোর সম্ভাবনা ছিল উইল পাকোভ্‌স্কির। তবে ‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্যার কারণে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান দল ঘোষণার আগে নিজেই নির্বাচকদের জানিয়ে দিলেন সরে দাঁড়ানোর কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 01:05 PM
Updated : 14 Nov 2019, 01:05 PM

চলতি মাসের শুরুতে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্যার কারণে ক্রিকেট থেকে বিরতি নেন গ্লেন ম্যাক্সওয়েল ও নিক ম্যাডিনসন। তৃতীয় ক্রিকেটার হিসেবে বিরতি নিলেন পাকোভ্‌স্কি।

ক্যারিয়ারে এর আগেও দুইবার এই কারণে বিরতি নিয়েছেন ২১ বছর বয়সী পাকোভ্‌স্কি। ২০১৮-১৯ মৌসুমের শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ডানহাতি এই ব্যাটসম্যান।

পাকোভ্‌স্কির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের ইজিএম বেন অলিভার।

“নিজের অবস্থা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করার সাহস দেখানোয় আমরা উইলকে সাধুবাদ জানাই। এই পরিস্থিতিতে উইলের টেস্ট দলের জন্য নির্বাচিত না হওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আর এই সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিবার সমর্থন করে।”