বাংলাদেশকে হারাতে যা ভাবছেন কোহলি

ভারতে এসে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতকে কি তাদের ডেরায় এসে চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশ? সরাসরি উত্তর না দিয়ে বিরাট কোহলি বলেছেন, জয়ের জন্য প্রক্রিয়া ঠিক রেখে এগোনোর কথা।

ক্রীড়া প্রতিবেদকইন্দোর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 07:39 AM
Updated : 13 Nov 2019, 10:33 AM

দেশের মাটিতে রেকর্ড টানা ১১ টেস্ট সিরিজ জেতার পথে ফাফ দু প্লেসির দলকে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। প্রথম টেস্ট ২০৩ রানে জেতার পর দ্বিতীয়টি জেতে ইনিংস ও ১৩৭ রানে। পরেরটি ইনিংস ও ২০২ রানে জিতে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকাকে।

তিন ম্যাচে ভারতের তিন টপ অর্ডার ব্যাটসম্যান করেন ডাবল সেঞ্চুরি। প্রথমটিতে মায়াঙ্ক আগারওয়াল, পরেরটিতে কোহলি, তৃতীয় ম্যাচে রোহিত শর্মা। কোনো ইনিংসে অলআউট হয়নি ভারত। সিরিজে হারায় মোটে ২৫ উইকেট। 

বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজের মানের ক্রিকেট খেলতে চায় ভারত। কোহলি জানালেন, আরেকটি সিরিজ জিততে প্রক্রিয়া ঠিক রাখার দিকে মনোযোগ দিচ্ছেন তারা। 

“ওরা একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমরা জানি, ওরা নিজেদের গেম প্ল্যানটা জানে, ওরা জানে কি করতে হবে। ফল পেতে আমাদের ভালো খেলতে হবে, যেমনটা আগের প্রতিটা ম্যাচে খেলেছি।”

“আমার কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশের কোনো বোলার বা ব্যাটসম্যানকে আমরা হালকাভাবে নিচ্ছি না। যখন ওরা ভালো খেলে তখন খুব চৌকষ দল হয়ে ওঠে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রেখে এগোবো।”