লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন টাই

কনুইয়ের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। অনুশীলনের সময় চোট পাওয়া এই বোলারের মাঠে ফিরতে সময় লাগতে পারে তিন থেকে চার মাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2019, 12:31 PM
Updated : 1 Nov 2019, 12:32 PM

অ্যাডিলেডে দলের সঙ্গে অনুশীলনে থ্রোয়িং করতে গিয়ে ডান কনুইয়ে চোট পেয়েছিলেন টাই। স্ক্যানে গুরুতর চোট ধরা পড়েছে। পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার লাগবে।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছিল টাইকে। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগেই চোটে পড়ায় তাকে বাদ দিয়ে দলে নেওয়া হয় শন অ্যাবটকে।

আসছে বিগ ব্যাশের পুরোটাই মাঠের বাইরে থাকতে হবে ৩২ বছর বয়সী এই পেসারকে, যা তার দল পার্থ স্কর্চার্সের জন্য বড় ধাক্কা। পিঠে অস্ত্রোপচারের জন্য এরই মধ্যে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্কর্চার্সের আরেক পেসার জেসন বেহরেনডর্ফ।