টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকিয়ে মর্গ্যান

ঘরের মাঠে ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়ার পর নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন ওয়েন মর্গ্যান। এবার জানালেন সেই সিদ্ধান্ত; আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অন্তত খেলা চালিয়ে যেতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 11:58 AM
Updated : 31 Oct 2019, 11:58 AM

২০১৫ বিশ্বকাপে ব্যর্থতার পর আমূল বদলে যাওয়া ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মর্গ্যান। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা ও এই সংস্করণে সবচেয়ে বেশি রানও এসেছে তার ব্যাট থেকে।

ক্যারিয়ার জুড়ে বারবার ভুগতে হয়েছে পিঠের চোটে। অগাস্টে তিনি জানিয়েছিলেন, চোট সমস্যা সামলে ক্যারিয়ারটাকে টেনে নিতে চান, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন। অনেক ভেবে ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে পেরে খুশি ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

“সিদ্ধান্তটা নিতে পেরে আমি খুব খুশি। আমি মনে করি, এটা আমার ও দলের জন্য সঠিক সিদ্ধান্ত।”

“আমি কাউকে হতাশ করতে চাই না। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপটা খেলতে চাই এবং তারপর একটা সিদ্ধান্ত নিতে চাই।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপের পর প্রথম বারের মতো মাঠে নামবেন মর্গ্যান। আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।