মাহমুদউল্লাহ-শহিদুলের ফিফটি, রেজাউরের ৪ উইকেট

প্রথম শ্রেণির ক্রিকেটে ছয় হাজার রানের মাইল ফলক ছোঁয়ার দিন ফিফটি করেছেন মাহমদুউল্লাহ। লোয়ার অর্ডারে আরেকটি চমৎকার ইনিংস খেলেছেন শহিদুল ইসলাম। তারপরও বেশিদূর যেতে পারেনি ঢাকা মেট্রো। রেজাউর রহমানের দারুণ বোলিংয়ে তাদের ২৪৬ রানে গুটিয়ে দিয়েছে সিলেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 12:23 PM
Updated : 17 Oct 2019, 02:51 PM

জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। ইনিংসের তৃতীয় বলে ইমতিয়াজ হোসেনকে এলবিডব্লিউ করে ফেরান বাঁহাতি পেসার আবু হায়দার। আহত হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার তৌফিক খান।

ক্রিজে জাকির হাসানের সঙ্গী নাইটওয়াচম্যান এনামুল হক জুনিয়র।   

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মেট্রোর। থিতু হয়ে যাওয়া দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও রাকিন আহমেদকে ফেরান রেজাউর। শামসুর রহমানকে রানের খাতা খুলতে দেননি এনামুল জুনিয়র।

৪৩ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। আল-আমিন জুনিয়রকে ফিরিয়ে তার সঙ্গে জমে ওঠা সম্ভবনাময় ৪০ রানের জুটি ভাঙেন করেন এনামুল। মাহমুদউল্লাহকে খুব একটা সঙ্গ দিতে পারেননি জাবিদ হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবও।

দলের স্কোর দেড়শ পেরুতেই বিদায় নেন মাহমুদউল্লাহ। প্রথম ইনিংসের মত এবারও করেন ৬৩।

লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে আড়াইশ রানের কাছে নিয়ে যান শহিদুল। যিনি মূলত পেসার। প্রথম ম্যাচেও দারুণ এক ফিফটি করা শহিদুল শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ৫৪ রান। অষ্টম উইকেটে আবু হায়দারকে নিয়ে গড়েন ইনিংসে সর্বোচ্চ ৪৭ রানের জুটি।

অভিষেকে আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া রেজাউর এবার ৭৫ রানে নিয়েছেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৪৬ (নাঈম ২৩, রাকিন ১৭, শামসুর ০, আল-আমিন জুনিয়র ২০, মাহমুদউল্লাহ ৬৩, জাবিদ ১২, আমিনুল ৩, শহিদুল ৫৪, আবু হায়দার ২৫, সানি ৫, মানিক ৭*; আবু জায়েদ ১৭-৩-৪৩-০, ইমরান ৯-১-২০-১, এনামুল জুনিয়র ২২-৪-৫২-২, রেজাউর ১৯-১-৭৫-৪, রাহাতুল ৭.৪-০-২৫-১, কাপালী ৮-২-২৩-২, আফিফ ১-১-০-০)।

সিলেট ১ম ইনিংস: ৪ ওভারে ৫/১ (ইমতিয়াজ ০, তৌফিক ১ আহত অবসর, এনামুল জুনিয়র ৪*, জাকির ০*; আবু হায়দার ২-১-৪-১, শহিদুল ১-০-১-০, মানিক ১-১-০-০)।