ল্যাঙ্গার আমাকে নির্বোধ বলেছেন: মিচেল মার্শ

ঘরোয়া ক্রিকেটে আউটের পর হতাশায় ড্রেসিংরুমের দেওয়ালে ঘুসি মেরে হাত ভাঙায় ছয় সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন মিচেল মার্শ। এ ঘটনায় হতাশ জাতীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার তাকে নির্বোধ বলেছেন বলে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 12:26 PM
Updated : 15 Oct 2019, 12:26 PM

ওয়াকায় রোববার শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে শেষদিনের প্রথম ওভারেই জ্যাকসন বার্ডকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ। ড্রেসিংরুমে ফিরে হতাশায় ওই ঘটনা ঘটান ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।

এই চোটের কারণে আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে গত মাসে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরা মার্শের। অ্যাশেজে খেলা একমাত্র টেস্টে ব্যাটিংয়ে ভালো না করলেও দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।

তার হাত ভাঙায় ল্যাঙ্গার হতাশ বলে সাংবাদিকদের জানান মার্শ।

“তিনি শুধু আমাকে বললেন যে, আমি মূলত একটা নির্বোধ। তিনি আমাকে নিয়ে হতাশ। এটা নিশ্চিত করেই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকবে এবং এমনটা আর কখনও ঘটবে না।”