রাব্বির ছোবলের পর জাকিরের লড়াই

দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে সিলেটকে বড় একটা ধাক্কা দিয়েছিলেন কামরুল হাসান রাব্বি। বরিশালের অভিজ্ঞ পেসারের ছোবল সামলে দলকে টানছেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান জাকির হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 12:04 PM
Updated : 11 Oct 2019, 12:37 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান। জাকির ৩২ ও অধিনায়ক অলক কাপালী ৮ রানে ব্যাট করছেন।

বৃষ্টির জন্য জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের এই ম্যাচে প্রথম দিন মাঠে গড়ায়নি কোনো বল। দ্বিতীয় দিন খেলা শুরু হয় বেলা তিনটায়। দুই দিন মিলিয়ে খেলা নষ্ট হয়েছে ১৪৯ ওভার।

শুরুতেই ইমতিয়াজ হোসেনকে ফিরিয়ে দেন রাব্বি। পরে বিদায় করেন তৌফিক খানকে। তিন নম্বরে নামা রাহাতুল ফেরদৌসকে দ্রুত বিদায় করেন তৌহিদুল ইসলাম।

৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সিলেট দ্বিতীয় দিন আর কোনো উইকেট হারায়নি জাকির ও কাপালীর দৃঢ়তায়। ৬২ বলে ৪ চারে ৩২ রান করেছেন জাকির। অভিজ্ঞ কাপালী ৮ রান করতে খেলেন ৬৬ বল। 

১৩ রানে ২ উইকেট নেন রাব্বি। তৌহিদুল ১ উইকেট নেন ২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৩১ ওভারে ৬৮/৩ (ইমতিয়াজ ৬, তৌফিক ১৬, রাহাতুল ৪, জাকির ৩২*, কাপালী ৮*, রাব্বি ১০-৩-১৩-২, তৌহিদুল ৮-২-২৬-১, মোসাদ্দেক ৫-০-১৫-০, মনির ৫-৩-৮-০, তানভীর ২-১-৪-০, আশরাফুল ১-০-১-০)