ব্যাটে-বলে ‘এ’ দলের বাজে দিন

প্রথম দুই দিন দাপট দেখানো বাংলাদেশ ‘এ’ দল তৃতীয় দিন ভালো করতে পারেনি। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 03:53 PM
Updated : 6 Oct 2019, 03:58 PM

তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১২৬ রান। পাথুম নিসানকা ৭৫ ও সঙ্গিত কুরে ৫০ রানে ব্যাট করছেন।

৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা লঙ্কানরা এগিয়ে গেছে ৬৪ রানে। ১৮ ওভার বোলিং করে উইকেটশূন্য প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ।

হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার ৬ উইকেটে ২৮৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ গুটিয়ে যায় ৩৩০ রানে।

আগের দিন দ্রুত রান তোলা নুরুল হাসান সোহান ফিরেন শুরুতেই। এরপর দলকে প্রায় একাই টানেন মিরাজ। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তাকে দিতে পারেননি খুব একটা সঙ্গ। মিরাজ ৬১ বলে তিন ছক্কা ও এক চারে অপরাজিত থাকেন ৩৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস: ২৬৮

বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ২৮৩/৬) ৮৩.১ ওভারে ৩৩০ (সোহান ৩৬, মিরাজ ৩৮*, রিশাদ ৭, শাকিল ৪, ইবাদত ০; ফার্নান্দো ১৬-৪-৪৮-২, সিরাজ ২১.১-৬-৬৩-৫, নিশান ৭-০-৪১-০, প্রিয়াঞ্জন ৪-০-২২-০, জয়াসুরিয়া ৩১-৩-১১৪-৩, আসালঙ্কা ৩-০-১৯-০, মেন্ডিস ১-০-১৫-০)

শ্রীলঙ্কা ‘এ’ ২য় ইনিংস: ৩৮ ওভারে ১২৬/০ (নিসানকা ৭৫*, কুরে ৫০*; ইবাদত ১০-১-২৮-০, মিরাজ ১৮-৩-৫১-০, শাকিল ৫-১-১৮-০, রিশাদ ৪-০-২০-০, মিঠুন ১-০-৮-০)