‘দা হানড্রেড’ এর ড্রাফটে সাকিবের সঙ্গী তামিম-মুশফিক

দা হানড্রেডের ড্রাফটে বাংলাদেশ থেকে সাকিব আল হাসানের সঙ্গে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আছেন মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মুস্তাফিজুর রহমানও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 09:33 PM
Updated : 3 Oct 2019, 09:33 PM

সাকিবের কথা আগেই জানিয়েছিল ইসিবি। এবার জানা গেল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের সঙ্গে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান তামিম আছেন একই ক্যাটাগরিতে। তাদের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড।

১১ টি দেশের ক্রিকেটাররা আছেন ড্রাফটে। নবীন দুই পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে নেপালের খেলোয়াড়রাও স্থান পেয়েছেন এই তালিকায়।

এরই মধ্যে তিন জন করে স্থানীয় ক্রিকেটারকে নিয়েছে দলগুলো। আগে এই টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করলেও ড্রাফটে নেই দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

নতুন এই প্রতিযোগিতায় ম্যাচে প্রতিটি ইনিংসের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ একশ বল। প্রতিটি দলে স্কোয়াডে সর্বোচ্চ তিন জন বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন। ২০ অক্টোবর প্রতিযোগিতার জন্যে বিদেশি খেলোয়াড় বাছাইয়ের সুযোগ পাবে দলগুলো।

আগামী বছরের ইংলিশ গ্রীষ্মে শুরু হবে এই টুর্নামেন্ট। পূর্ণাঙ্গ সূচি এখনও ঠিক হয়নি। পুরুষ ও মহিলা দুই সংস্করণেই দল থাকবে আটটি করে।