মিডলসেক্সের জন্য উইন্ডিজ ছাড়লেন কামিন্স

মিডলসেক্সে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ছাড়লেন মিগুয়েল কামিন্স। ইংলিশ কাউন্টি ক্লাবটির সঙ্গে তিন বছরের কলপ্যাক চুক্তি করেছেন এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 12:15 PM
Updated : 1 Oct 2019, 12:18 PM

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪টি টেস্ট ও ১১টি ওয়ানডে খেলেছেন কামিন্স। সবশেষ খেলেন গত অগাস্টে ভারতের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে।

২৯ বছর বয়সী পেসার গত মাসে বিদেশি কোটায় খেলেন মিডলসেক্সের হয়ে। চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচে নেন ৮ উইকেট। কলপ্যাক চুক্তি করায় দেশের হয়ে আর খেলবেন না তিনি এবং তাকে কাউন্টি ক্রিকেটে বিদেশি খেলোয়াড় হিসেবে ধরা হবে না।

এর আগে ফিদেল অ্যাডওয়ার্ডস হ্যাম্পশায়ারের সঙ্গে ও রবি রামপল ডার্বিশায়ারের সঙ্গে কলপ্যাক চুক্তি করেছিলেন। 

মিডলসেক্সের কোচ স্টুয়ার্ট ল ২০১৭-১৮ সালে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। সে সময়ই কামিন্স তার নজর কাড়ে। কোচের সুপারিশেই এই পেসারকে দলে নিয়েছে কাউন্টি দলটি।